মিনহাজুল আবেদীন: যুক্তরাজ্যের একটি সমুদ্রতীরে বিকিনি পরা একদল শ্বেতাঙ্গ নারীর ভিড়ে লাল শাড়িতে ঢাকা এক নারীর ঘুরে বেড়ানোর ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এনডিটিভি
সম্প্রতি এই ভিডিওতে দেখা গেছে, রৌদ্রজ্জল একটি সমুদ্রসৈকত, তার চারপাশে পর্যটকদের ভিড়। কেউ রোদের হালকা আমেজ গায়ে মেখে নিচ্ছেন। স্নানপোশাকে এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা।
সৈকতের যে দিকেই ক্যামেরা ধরা দিয়েছে, সে দিকেই স্বল্পবসনা মহিলারা ঘুরে বেড়াচ্ছিলেন। বেশির ভাগই বিদেশি পর্যটক। এমন এক দৃশ্যের মাঝে আদ্যোপান্ত লাল শাড়িতে ঢাকা এক মহিলাকে দেখা গেলো সৈকত ধরে হেঁটে চলেছেন। আর সেই ভিড়ের মাঝে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন তিনি। ক্যামেরাতেও ধরা পড়লেন। আনন্দবাজার
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন ৯ লাখ ৯০ হাজারেরও বেশি মানুষ। সেই সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপকভাবে শেয়ারও হয়েছে সেটি। ঢাকা পোস্ট
अरे काकी कहां पहुंच गई ?? pic.twitter.com/tQkIsGRuWD
— Rishika gurjar (@Rishikagurjjar) August 22, 2022