শিরোনাম
◈ চরমপন্থা ও ফ্যাসিবাদ পুনর্বাসনের আশঙ্কা: সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের ◈ অনেকেই এখনো ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না: মাহফুজ আলম ◈ গোপালগঞ্জে নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, কী আছে আইনে? ◈ নতুন অস্ত্র? আকাশ থেকে কয়েক কোটি ভয়ানক মাছি ছাড়বে যুক্তরাষ্ট্র! (ভিডিও) ◈ ঢাকায় এসিসির সভা ভার‌তের স‌ঙ্গে বর্জন কর‌লো শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও ওমান ◈ একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চাই: পরওয়ার ◈ গ্লোবাল সুপার লি‌গের ফাইনা‌লে গায়ানার কা‌ছে হে‌রে গে‌লো রংপুর রাইডা‌র্স ◈ আমাদের নতুন সংবিধান লাগবে, জামায়াতের সমাবেশে সারজিস ◈ আরেকটি লড়াই হবে ফ্যাসিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে: সোহরাওয়ার্দীতে জামায়াত আমিরের ঘোষণা ◈ বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন জামায়াত আমির (ভিডিও)

প্রকাশিত : ৩০ মে, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার জাপা‌নে মানুষ থেকে কুকুর হওয়ার স্বপ্নপূরণ করলেন ‘টোকো দ্য ডগ’, খরচ হ‌য়ে‌ছে ১৮ লাখ টাকা (ভিডিও)

এল আর বাদল: নিজের নামের পাশে বসিয়েছেন ‘ডগ’ পদবি। ছোট থেকেই তাঁর স্বপ্ন ছিল কুকুর হওয়ার। জাপানের এই ব্যক্তি নিজের নাম রেখেছেন ‘টোকো দ্য ডগ’। দীর্ঘদিন ধরে পুষে রাখা স্বপ্ন অবশেষে পূরণ করেছেন টোকো। নিজের স্বপ্নপূরণে তিনি খরচ করেছেন প্রায় ১২,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১২ লক্ষ টাকা)। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। সম্প্রতি তিনি ঘোষণা করেছেন, তার ‘হিউম্যান জু’ বা মানব চিড়িয়াখানা চালু রয়েছে। --‌ এ‌বি‌পি নিউজ

অনেক মানুষ সেখানে এসে নিজের শখ পূরণ করছেন। জানা যায়, টোকোর এই কুকুর-পরিণতির যাত্রা শুরু হয়েছিল কুকুরের পোশাক পরে। সেই পোশাক পরার পর থেকেই টোকোর মধ্যে কুকুর হওয়ার শখ জাগে। এরপর টোকো পার্কে ঘোরাঘুরি করতে থাকেন, কুকুরের মতো মাটিতে গড়াগড়ি দেন, এবং পথচারীদের বিভ্রান্ত করে ‘হ্যালো’ বলেন। তাঁর অদ্ভুত এই জীবনযাত্রার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ইউটিউবে তাঁর ফলোয়ারের সংখ্যা বর্তমানে ৭৩ হাজারেরও বেশি।

টোকো বিখ্যাত হতেই নিজের  ‘Tokotoko Zoo’ খোলার কথা ঘোষণা করেন। জানান, এই চিড়িয়াখানায় এসে মানুষ ২৫০ পাউন্ড দিয়ে (প্রায় ২৬,০০০ টাকা) কুকুরের পোশাক পরে ঘুরে বেড়াতে পারবেন। তবে প্রথমদিকে কোনও পর্যটক না আসায় চিন্তায় পরে গিয়েছিলেন ওই ব্যক্তি। এক সময় চিড়িয়াখানা বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু পরিস্থিতি এখন বদলেছে।

টোকোর দাবি, যারা কখনও কুকুর বা অন্য কোনও প্রাণীতে রূপান্তরিত হওয়ার কল্পনা করেছেন, তারা যেন এই সুযোগ হাতছাড়া না করেন। চিড়িয়াখানার অফিশিয়াল ওয়েসাইটে লেখা হয়েছে, ‘আপনি কি কখনও প্রাণী হতে চেয়েছেন? কখনও কি নিজের বাইরে কিছু হওয়ার কল্পনা করে উত্তেজনা অনুভব করেছেন? আমরা একটি এমন পরিষেবা দিচ্ছি যা আপনাকে সেই স্বপ্ন সামান্য হলেও পূরণ করার সুযোগ করে দেবে’।

  • সর্বশেষ
  • জনপ্রিয়