শিরোনাম
◈ বিশ্বের সবচেয়ে বড় বাঁধে বাংলাদেশে কালো ছায়া! (ভিডিও) ◈ ইসকন রেস্তোরাঁয় ঢুকে মুরগির মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্ক ◈ চীনের 'লগইংক' নিয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশকেও সতর্ক করল ওয়াশিংটন (ভিডিও) ◈ ‘মাহসা আমিনি’ লেখা অস্ত্র দিয়ে ইরানের কত নারীকে হত্যা করেছে ইসরাইল? ◈ বিশ্বজুড়ে ভিসা সংকটে বাংলাদেশিরা: এক ডজন দেশ বন্ধ করেছে প্রবেশদ্বার, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ ◈ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমাতে সময় মাত্র ১০ দিন, আশাবাদী নন রপ্তানিকারকেরা ◈ শতভাগ অপুষ্ট, গাজার কত শতাংশ মানুষ ক্ষুধার্ত? ◈ আগেই শাপলা বাদ, অ‌নেক শর্ত পূরণ হয়‌নি, নির্বাচন কমিশনের নিবন্ধন পাবে এনসিপি? ◈ সন্ধ‌্যায় নারী সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের ফাইনা‌লে বাংলাদেশ-নেপাল মু‌খোমু‌খি ◈ তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, বন্যার আশঙ্কায় আতঙ্কে তীরবর্তী মানুষ

প্রকাশিত : ০১ জুন, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ২১ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে বদলানো হলো উত্তরাধিকার সম্পত্তি ভাগের নিয়ম, দেখুন নতুন নিয়মে কীভাবে হবে বণ্টন (ভিডিও)

নতুন আইন অনুযায়ী, আপোষ বণ্টননামা দলিল ছাড়া উত্তরাধিকার সম্পত্তির নামজারি ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ; অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা।

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা কমাতে অবশেষে সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি করতে হবে বাধ্যতামূলকভাবে ‘আপোষ বণ্টননামা দলিলের’ মাধ্যমে। এই দলিল ছাড়া কোনোভাবেই সম্পত্তির নামজারি বা বিক্রয় সম্ভব হবে না।

এছাড়া কেউ নিয়ম মানতে ব্যর্থ হলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখা হয়েছে।

কেন এই পরিবর্তন?

বাংলাদেশে উত্তরাধিকার সম্পত্তি নিয়ে ভাই-বোন, আত্মীয়-স্বজনদের মধ্যে ঝগড়া-মামলার ঘটনা নতুন নয়। এই নিয়ে প্রতিদিনই দেশের দেওয়ানি আদালতগুলোতে নতুন নতুন মামলা যুক্ত হচ্ছে, যার বেশিরভাগই ভূমি মালিকানা সংক্রান্ত।

২০০৪ সালেই আপোষ বণ্টননামা দলিল বাধ্যতামূলক করা হয়, কিন্তু বাস্তবে তার প্রভাব ছিল সীমিত। অনেকেই মৌখিকভাবে বা অরেজিস্ট্রিকৃত চুক্তির মাধ্যমে জমি ভাগ করে নেন, যা ভবিষ্যতে বড় জটিলতা সৃষ্টি করে।

নতুন নিয়মে যা থাকছে

উত্তরাধিকার সম্পত্তি ভাগ করতে হলে আবশ্যিকভাবে দলিল করতে হবে রেজিস্ট্রার অফিসে।

মৌখিক বণ্টন আইনসম্মত নয় এবং তা ভবিষ্যতে দলিল সংশোধনের সুযোগ বন্ধ করে দেয়।

দলিল ছাড়া জমি ক্রয় বা বিক্রয় করলে আইনগত শাস্তি হবে অনিবার্য।

ভূমি অপরাধ প্রতিরোধ আইন অনুযায়ী মামলা করে জমি পুনরুদ্ধার করা যাবে।

জমির খাজনা, নামজারি ও দখল নিয়ে ভুল বোঝাবুঝি এড়াতে জনসচেতনতা তৈরি হবে।

কারা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন?

এই আইন সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের উপর, যাদের পূর্বপুরুষদের জমি এখনো অভিভক্ত অবস্থায় আছে। নতুন নিয়ম অনুযায়ী, জমি বিক্রি বা দান করতে হলেও আগে আপোষ বণ্টননামা দলিল করতে হবে।

এছাড়া অনেকেই মনে করেন, নামজারি মানেই মালিকানা, কিন্তু এটি পুরোপুরি ভুল। দলিল ছাড়া নামজারি কোনো বৈধতা দেয় না।

বিশেষজ্ঞদের মতামত: আইন বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন জমি নিয়ে বছরের পর বছর ধরে চলা পারিবারিক বিরোধ ও মামলাজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলিলের মাধ্যমে বণ্টন হলে, কার কতটুকু অংশ আছে তা আইনিভাবে স্পষ্ট হবে এবং ভবিষ্যতে জাল দলিল বা প্রতারণার সুযোগ থাকবে না।

সতর্কতা: যারা এখনো আপোষ বণ্টননামা দলিল না করে সম্পত্তি ভোগ করছেন, তাদের দ্রুত আইনগত প্রক্রিয়ায় আসার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের জটিলতায় পড়লে আইনি সহায়তা ছাড়া রক্ষা পাওয়া সম্ভব হবে না।

সূত্র: 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়