শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ২৯ মে, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দয়া করে থামুন, আপনি দেশের ক্ষতি করছেন, নিজের দলের ক্ষতি করছেন : তাসনিম জারা

একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবরদখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (২৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর আমাদের আশা ছিল যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, সেগুলোকে ঠিক করতে হবে।’

‘এই লক্ষ্যে পৌঁছাতে হলে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা ও দায়িত্ববোধ প্রয়োজন ছিল। কেউ একা এটা করতে পারবে না।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘যেমন ক্রিকেটে আম্পায়ার যদি নিরপেক্ষ না থাকেন, তাহলে খেলার আর কোনো মানে থাকে না। তেমনই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচনেরও কোনো মূল্য থাকে না। তখন শুরু হয় কাদা ছোড়াছুড়ি। কারণ যে প্রার্থী নির্বাচিত হন, তাকে কেউ মেনে নেয় না।’

রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে ইঙ্গিত করে এনসিপি নেত্রী বলেন, ‘জুলাইয়ের পর আমরা দেখেছি, একটি দল নির্বাচন কমিশনকে কার্যত জবরদখল করে নিয়েছে। আজ আদালত থেকেও তাদের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এই ধারা চলতে থাকলে, বাংলাদেশ আবার সেই পুরোনো, অন্ধকার পথেই ফিরে যাবে।’

‘গ্রহণযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠানের পথে কারা এমন প্রতিবন্ধকতা সৃষ্টি করল, সেটা মানুষের জানা প্রয়োজন। আমরা তথ্যপ্রমাণসহ পুঙ্খানুপুঙ্খভাবে এটা মানুষকে জানাব।’

আহ্বান জানিয়ে ডা. তাসনিম জারা লেখেন, ‘আর যারা এখনো এসব কাজ করছেন, তাদের প্রতি আহ্বান, দয়া করে থামুন। আপনি দেশের ক্ষতি করছেন। নিজের দলের ক্ষতি করছেন। ইতিহাসে এই কাজের দায় এড়াতে পারবেন না।’

তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব কাকে উদ্দেশ করে এটা বলেছেন, সেটা তিনি লেখায় উল্লেখ করেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়