শিরোনাম
◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা ◈ ‘বিএনপিকে আটকাতে সংস্কারের নামে নতুন প্রস্তাব সামনে আনা হচ্ছে’

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৫, ০২:৩৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১ বছরে ৭টা দেশের ভিসা রিজেক্ট, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আক্ষেপ নাদিরের (ভিডিও)

ব্লগিংয়ে চমৎকার ভিডিওগ্রাফির সঙ্গে দেশ-বিদেশের নানা স্থানের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার জন্য সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় বাংলাদেশি ট্রাভেল ব্লগার নাদির নিবরাস। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে বেশ অ্যাওয়ার্ড পেয়েছেন এই ব্লগার। তার ব্লগ (নাদির অন দ্য গো) মানেই বিশ্বের নানা প্রান্তের চমৎকার সব সৌন্দর্য চোখের সামনে দৃশ্যায়িত হওয়া। তবে সেই নাদিরের কণ্ঠে ইদানিং বাংলাদেশি পাসপোর্ট নিয়ে শোনা যাচ্ছে হতাশার সুর।

সম্প্রতি ফেসবুক পোস্টে নাদির জানালেন, ৭টি দেশে তার ভিসা বাতিল করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি ভিডিও আপলোড করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, অনেকে মনে করে আমি যেকোনো দেশে যেতে পারি, কারণ আমি অনেক দেশ ঘুরেছি আর আমার পাসপোর্টে কিছুটা সুবিধা আছে। এটা কিছুটা সত্য হলেও, আমার এখনো একটা বাংলাদেশি পাসপোর্ট আছে—আর এই পাসপোর্টে অনেক সীমাবদ্ধতা আছে।

গত এক বছরে আমি ১৭টা দেশে যেতে চেয়েছিলাম বা তাদের ভিসার জন্য আবেদন করেছিলাম। তার মধ্যে ৭টা দেশ আমার ভিসা রিজেক্ট করেছে।

ভিডিওতে নাদির জানান, তিনি বাহরাইনের ভিসা পাননি। কারণ, ই-ভিসা আবেদনে সমস্যার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ।

ইটালিতে বিপুল সংখ্যক বাংলাদেশিরা অবৈধভাবে যান এবং কম্বোডিয়াতে পর্যটক ভিসায় গিয়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করেন বাংলাদেশিরা। যার কারণে আবেদন বাতিল হয়েছে।

তিনি বলেন, ভিয়েতনাম কর্তৃপক্ষের রিজেকশন লেটার দেখে বাতিলের কারণ হিসেবে মনে হয়েছে, তারা হয়তো মনে করেছে, বাংলাদেশি একজনের ৪০ দিন ভিয়েতনামে গিয়ে ঘোরার টাকা নেই। পরে শুনি বাংলাদেশ থেকে কোনো লোকই নিচ্ছে না, কারণ সেদেশে লোক ঢুকে আর বের হচ্ছে না। সিঙ্গাপুরেও অবৈধভাবে লোক গিয়ে অনেকে বের হচ্ছে না।

তাজিকিস্তানে গিয়ে সেখান থেকে বাংলাদেশিরা রাশিয়ায় যাচ্ছে। এসব কারণে এসমস্ত দেশে ভিসা আবেদন বাতিল করছে। তাছাড়া নেদারল্যান্ডসে মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিতে আবেদন করার পর তারাও রিজেক্ট করেছে।

বাংলাদেশের পাসপোর্টের মান হ্রাস পাওয়ার কারণ হিসেবে নাদির নিরবাস বলেন, বাংলাদেশি পাসপোর্ট শেষ হওয়ার কারণ হচ্ছে, বাংলাদেশের নাগরিকরা বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে, বের হচ্ছে না। বাংলাদেশিদের টেন্ডেন্সি বেশি এই ভাবা যে, অন্য দেশে গেলেই জীবন সেট, যেটা সঠিক নয়। পড়াশোনা করতে গেলে ভিন্ন বিষয়। কিন্তু যাদের পড়াশোনা করার সুযোগ নেই তারা যদি বলে অবৈধ পথ ছাড়া সুযোগ নেই। তখন আমি বলব যে, আরেক বার চিন্তা করে দেখেন। অবৈধভাবে গেলেই যে ভাল লাইফ, সেটা নয়। উল্টা বাংলাদেশের চেয়েও খারাপ লাইফে পৌঁছাতে পারেন। বাংলাদেশকে কেউ ভিসা দিতে চাচ্ছে না। কারণ, এ দেশ থেকে ইউরোপে যারাই যাচ্ছে তারা অবৈধভাবে থেকে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টের অবস্থা মোটেও ভাল নয়। আমি ৫ বছর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, বাংলাদেশ পাসপোর্ট নিয়ে কোন ৪৮ দেশে যাওয়া যায়। আর সত্যি বলতে ঐ ভিডিওটা বানানোর সাথে সাথেই প্রায় তা আউট অব ডেট হয়ে গিয়েছিল। কারণ, এটা খুবই ফাস্ট চেঞ্জিং একটা টপিক। তবে আমি আপনাদের একটি কথা বলব যে, দিন দিন বাংলাদেশের পাসপোর্টের অবস্থা খারাপ হচ্ছে, ভাল হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়