শিরোনাম
◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি?

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৪, ১২:১৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুগল ম্যাপের ভুলে নির্মাণাধীন সেতু থেকে নদীতে গাড়ি, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক : গুগল ম্যাপে অন্ধ ভরসা, উঠেছিলেন ফাঁকা নির্মাণাধীন সেতুতে। এরপর সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি। এতে নিহত হন তিনজন। গত শনিবার এমন ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। তাঁরা বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাঁদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরের দিন অর্থাৎ রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। নির্মাণাধীন সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তাঁরা।

সুত্র : ইন্ডিপেনডেন্ট নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়