শিরোনাম
◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও) ◈ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কিছু পণ্যে বেড়েছে ৫০ শতাংশ দাম ◈ বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু বউকে ধর্ষণ ছাত্রদল নেতার! ◈ গণমামলা আর গণআসামির নেপথ্যে চাঁদাবাজি?

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৪, ১০:১৩ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের আকাশে ‘ভিনগ্রহী মেঘ’!

নিউজিল্যান্ডের প্রাকৃতিক দৃশ্য যেন কোনো ভিনগ্রহের কথা মনে করিয়ে দেয়। দীর্ঘ বালুকাময় সমুদ্র সৈকত, সক্রিয় আগ্নেয়গিরি- এমন ভিনগ্রহী বৈশিষ্ট্য এর বায়ুমণ্ডল পর্যন্ত বিস্তৃত। যেখানে পরিস্থিতি অনুকূলে থাকলে ‘তাইরি পেট’ নামে পরিচিত বিশেষ একটি মেঘের দেখা মেলে।

চলচ্চিত্রকাররা নিউজিল্যান্ডকে ভালোবাসেন। ‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজের সব সিনেমার দৃশ্য এখানেই ধারণ করেছিলেন নির্মাতা পিটার জ্যাকসন।

তাইরি পেট শ্রেণির মেঘ নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের ওটাগো অঞ্চলের ‘রক অ্যান্ড পিলার’ পর্বতমালার ওপর গঠিত হয়। 

যে মেঘ দেখতে উত্তাল লেন্সের মতো, যা বিশেষ পরিস্থিতিতে দেখা যায়। এগুলো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে গঠিত হয়। যা সাধারণত কোনো পর্বতমালার ওপর দিয়ে বায়ু প্রবাহের সময় দেখা যায়।


এই মেঘ তিন ধরনের হয়। যার একটি হচ্ছে- ‘অল্টোকিউমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (এসিএসএল)’। বাকি দুটি হলো- ‘স্ট্র্যাটোকিউমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (এসসিএসএল)’ এবং ‘সার্কোমুলাস স্ট্যান্ডিং লেন্টিকুলার (সিসিএসএল)’। আর প্রতিটি ধরনই গঠিত হয় ভিন্ন ভিন্ন উচ্চতায়।

বাতাস যখন পর্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন পর্বতের অন্যপাশে একটি নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়। এ অবস্থায় বায়ু প্রবাহের সঙ্গে সঙ্গে এক ধরনের তরঙ্গ সৃষ্টি হয়। আর পরিস্থিতি অনুকূলে থাকলে সেসব তরঙ্গ দৃশ্যমান হয়ে ওঠে, যেখানে ভূমিকা রাখে বায়ুর আর্দ্রতা ঘনীভূত হওয়ার ঘটনা।

মিডলমার্চ শহরের কাছাকাছি এমন মেঘ দেখা খুবই সাধারণ বিষয়। ১৮৯০ এর দশকে প্রকাশিত সংবাদপত্রগুলোতেও এর কথা উঠে এসেছিল। 

এমনকি স্থানীয়দের কেউ কেউ তাইরি পেটের উপস্থিতিকে ঝড়ের সম্ভাব্য সংকেত হিসেবেও বিবেচনা করেন বলে উঠে এসেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজের প্রতিবেদনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়