শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৫:১১ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরকে গোল বন্যায় ভাসিয়ে সিরিজ জিতলো বাংলাদেশের মেয়েরা            

সাঈদুর রহমান: সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩-০ গোলের ব্যবধানে জিতে এগিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ফিফা ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে রীতিমতো গোল উৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। সিঙ্গাপুরের জালে দুই হালি গোল দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এতে ২-০তে সিরিজ জিতেছে বাংলাদেশ।

সোমবার (৪ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে লড়াইয়ে নামে বাংলাদেশ ও সিঙ্গাপুর। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে সফরকারীদের ব্যস্ত রাখে স্বাগতিকরা। 

ম্যাচের ১৬তম মিনিটে পর লিড নেয় বাংলাদেশ। ডান দিকে বক্সের পাশে থেকে সাবিনার ফ্রি-কিক থেকে প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরার হেডে বল জালে গেলে, এগিয়ে যায় বাংলাদেশ।

পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সাবিনার কর্নার পোস্টের সামনে থেকে ক্লিয়ারের চেষ্টা করেছিলেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ডরকাস চু। বল পেয়ে যান রিতুপর্না চাকমা। তিনি বা পায়ের আলতো টোকায় বল পাঠান জালে। ২৪ মিনিটে সানজিদার ক্রস থেকে রিতুপর্না চাকমা বল ঠেলে দিয়েছিলেন গোলমুখে। সামনেই দাঁড়ানো ছিলেন তহুরা। বল জালে ঠেলে দিয়ে নিজেদের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন কলসিন্দুরের এই যুবতী। প্রথমার্ধ শেষে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। 

বিরতির পরেও আধিপত্য বজায় রাখে স্বাগতিকরা। ৫৭ মিনিটে বাঁ দিক দিয়ে রিতুপর্না বল নিয়ে ঢুকে পাস দিয়েছিলেন তহুরাকে। তহুরার শট ঠেকিয়ে দিয়েছিলেন সিঙ্গাপুরের গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। বল সানজিদার কাছে গেলে প্লেসিংয়ে গোল করেন তিনি।

দলের পঞ্চম গোল করেন রিতুপর্না চাকমা। মনিকা চাকমা বাড়ানো বল ধরে বাম দিক দিয়ে দুই খেলোয়াড়কে কাটিয়ে বা পায়ের ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন রিতুপর্না। ৭৫ মিনিটে দলের ষষ্ঠ গোল করেন সাবিনা খাতুন। ডান দিক থেকে বদলি শামসুন্নাহারের ক্রসে সাবিনা ডান পায়ের প্লেসিংয়ে বল পাঠান জালে। ৮৭ মিনিটে সপ্তম গোল করেন বদলি মাতসুসিমা সুমাইয়া।

এখানেই শেষ নয়। ইনজুরি সময়ে আরও একবার সিঙ্গাপুরের জালে বল পাঠায় বাংলাদেশ। এবার বাঁ দিক থেকে রিতুপর্নার ক্রস থেকে বদলি শামসুন্নাহার প্লেসিংয়ে ৮-০ করেন। সম্পাদনা: এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়