স্পোর্টস ডেস্ক: গত রোববার বিশ্বকাপের ফাইনালে প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থকদের স্তব্ধ করে ৬ উইকেটের জয়ে ষষ্ঠ শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে ফাইনাল সেরার পুরস্কার জেতেন অজি ওপেনার ট্রাভিস হেড।
ফাইনালে ভারতের দেওয়া ২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবে মার্নাস লেবুশানে সঙ্গে ১৯২ রানের জুটি গড়ে দলের জয়ের ভীত গড়ে দেন হেড। ১২০ বলে ১৩৭ রানের ঝকঝকে একটি ইনিংস খেলেন তিনি। এনিয়ে সপ্তম ব্যাটার হিসেবে বিশ্বকাপের ফাইনালে সেঞ্চুরির কৃতিত্ব দেখালেন হেড।
বিশ্বকাপের ফাইনালে হেড তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে শতক উপহার দিলেন। এর আগে ২০০৩ সালে রিকি পন্টিং অপরাজিত ১৪০ ও ২০০৭ সালে অ্যাডাম গিলক্রিস্ট করেছিলেন ১৪৯ রান। একমাত্র জয়াবর্ধনের সেঞ্চুরি বিশ্বকাপের ফাইনালে পরাজিত শ্রীলঙ্কার পক্ষে হওয়ায় তা কার্যত কোন কাজে আসেনি। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এইচএ
আপনার মতামত লিখুন :