শিরোনাম
◈ রোনালদোর রেকর্ড, হা‌ঙ্গে‌রির স‌ঙ্গে ড্র করায় বিশ্বকা‌পে ওঠার অপেক্ষা বাড়ল পর্তুগালের ◈ রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি : প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক ◈ সবার আগে ইউ‌রোপ থে‌কে ২০২৬ বিশ্বকাপে ইংল্যান্ড ◈ হোয়াইটওয়াশ হওয়ার পর মিরাজ : ইচ্ছা করে কেউ খারাপ খেলে না, আমরা এতটা খারাপ দল না ◈ বিশ্বকাপের আগে জাপানের কাছে হারলো ব্রাজিল  ◈ সিঙ্গাপুরের কাছে হে‌রে গে‌লো ভারত, এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পথ আরও কঠিন হল সুনীলদের ◈ জুলাই সনদ চূড়ান্ত, যেসব বিষয়ে একমত বা ভিন্নমত রাজনৈতিক দলগুলোর ◈ মাতৃত্বকালীন ভাতা: অনলাইনে আবেদন পদ্ধতি ও শর্তাবলি ◈ ভেনেজুয়েলায় সোনার খনি ধসে ১৪ জনের মৃত্যু ◈ ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ, আফগানিস্তানের কাছে চরম অপমানজনক হোয়াইটওয়াশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৩, ০৯:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে ঢাকায় লেবানন দল 

স্পোর্টস ডেস্ক: [২] ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এশিয়া অঞ্চলের দ্বিতীয় ধাপের দলগুলোর খেলায় একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও লেবানন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। অপরদিকে, একই গ্রুপের আরেক ম্যাচে ফিলিস্তিনির সঙ্গে গোলশূন্য ড্র করেছে লেবানন। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আর ম্যাচের চার দিন বাকি থাকলেও এরই মধ্যে ঢাকায় পা রেখেছে লেবানন দল।

[৩] শুক্রবার (১৭ নভেম্বর) সকাল সোয়া ৮টায় ঢাকায় পৌঁছায় লেবানন দল। হযরত শাহজালাল বিমানবন্দরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দুই ঘণ্টা সময় লাগে। হোটেলে বিশ্রামের পর বিকেলে অনুশীলন করে দলটি।

[৪] আন্তর্জাতিক নিয়মানুযায়ী, ম্যাচের ৪৮ ঘণ্টা আগে অ্যাওয়ে দলকে উপস্থিত থাকতে হয়। লেবানন চার দিন আগে এসেছে। অতিরিক্ত দুই দিনের ব্যয় লেবানন নিজেই বহন করবে। ১৯ ও ২১ নভেম্বরের অভ্যন্তরীণ যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বাফুফে বহন করবে। আগামী ২১ নভেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

[৫] বাংলাদেশ ও লেবাননের মধ্যে এ পর্যন্ত ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তারমধ্যে বাংলাদেশ একটিতে জয়ী হয়েছে, হেরেছে দুটিতে। ২০১৪ সালের বিশ্বকাপ বাছাইপর্বে লেবানন ২৩ জুলাই ০-৪ গোলে হেরে যায়। আর ২৮ জুলাই ফিরতি ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জয়লাভ করে। চলতি বছরের ২২ জুন সাফ ফুটবলের অতিথি দল হিসেবে খেলতে আসা লেবানন ২-০ গোলে বাংলাদেশকে পরাজিত করে। 

[৬] বিশ্ব ফুটবল র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৩ এবং লেবানন ১০৪ নম্বরে। এই হিসেবে লেবানন বাংলাদেশের তুলনায় বেশ শক্তিশালী। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়