শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৫৩ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে এশিয়ান গেমসের পর্দা উঠছে শনিবার, উদ্বোধন করবেন প্রেসিডেন্ট শি জিনপিং 

চীনে এশিয়ান গেমস

স্পোর্টস ডেস্ক: চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুতে শনিবার পর্দা উঠবে এশিয়ান গেমসের। ৪৫টি দেশের ১২,৫০০ ক্রীড়াবিদ উপস্থিত হয়েছেন এই শহরে। অ্যাথলেটিক্স, সাঁতার, ক্রিকেট, ড্রাগন বোট রেসিং এবং ইস্পোর্টস মানে কম্পিউটার গেমসসহ ৪০টি ইভেন্টে লড়বে প্রতিযোগীরা। যে কারণে পূর্বচীনের এই শহরটি এখন সেজে-গুজে প্রস্তুত।

এবারের গেমসে বাংলাদেশের হয়ে মশাল বহন করেন, কমনওয়েলথ গেমসে পদকজয়ী শ্যুটার আব্দুল্লা হেল বাকী।

গত বুধবার গেমস ভিলেজে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। শহরের ৮ হাজার ৮৪৪ বর্গমিটার এলাকায় টর্চ রিলেটি হয় এবং এ সময় মশাল বাহকরা বেশ কয়েকটি ল্যান্ডমার্ক ভবন অতিক্রম করেন। ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে আগামী ৮ অক্টোবর শেষ গবে এশিয়ান গেমস।

হাংঝুর বাসিন্দা চেন হংজিন মুগ্ধ নিজের শহর দেখে। তবে ভিন্ন মতও আছে। তিনি বলেন, অন্যান্য প্রদেশের বিপুল সংখ্যক মানুষ এমনকি বিদেশিরাও অন্তত পর্যটন শিল্পকে বাড়িয়ে তুলতে পারে এখানে, আমরা তাদের অপেক্ষায় আছি। সাধারণ মানুষ এবং তরুণদের জন্য এই অর্থ ব্যয় করলে ভালো হতো। তারা তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারতো। এই গেমসে কেন এত টাকা খরচ করছে জানি না।

সবার আকর্ষণের কেন্দ্রে হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার । চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকবেন সিরিয়া, নেপাল, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়ার নেতারা।

চীনের আর্থিক রাজধানী সাংহাইয়ের কাছে খুব কাছে হাংঝু। শহরটিতে রয়েছে মনোরম হ্রদ, সবুজে ঘেরা চা বাগান। ক্রীড়াবিদরা এশিয়ান গেমস ভিলেজে যাওয়ার সময় যা দেখতে পাবেন। ২০০৮ সালে বেইজিং যেভাবে সেজেছিল অলিম্পিক উপলক্ষ্যে, এবার হাংঝু যেন সেভাবেই সেজেছে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়