শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫০ সকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির নতুন নির্দেশনা বিশ্বকাপের মাঠ ও পিচ নিয়ে

স্পোর্টস ডেস্ক: আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠবে ২০২৩ আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপের। আসছে ১৯ নভেম্বর টাইটেল নির্ধারণী ম্যাচ দিয়ে সমাপ্ত হবে বৈশ্বিক টুর্নামেন্টের। এই ক্রিকেট মহাযজ্ঞে অংশ নেবে মোট ১০ দল।

সাধারণত, অক্টোবর-নভেম্বরে ভারতে প্রচুর পরিমাণে শিশির পড়ে। এতে মাঠের আউটফিল্ড ফাস্ট হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন বোলাররা। আর সুবিধা পান ব্যাটাররা। 

তাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল অনেকটা সুবিধা পায়। ইতোমধ্যে এ নিয়ে অভিযোগ উঠেছে। পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নিয়েছে আইসিসি। পিচ কিউরেটরদের স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা, মাঠে বেশি ঘাস রাখতে হবে। মূলত, রাতে ভারতের আবহাওয়া আর্দ্র থাকে। ফলে ভারতীয় উইকেটে স্পিন বেশি হয়। এতে ম্যাচে স্পিনাররা বড় ভূমিকা রাখে। 

তবে বিশ্বকাপ ঘিরে নতুন নির্দেশনা দিয়েছে আইসিসি। পিচে বেশি ঘাস রাখতে কিউরেটরদের নির্দেশ দেয়া হয়েছে। এতে বেশি সুবিধা পাবে পেসাররা। ফলে ধারণা করা হচ্ছে, নিজেদের প্রথম একাদশে বেশি পেসার নিয়ে নামবে দলগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, এসময়ে ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে বেশি শিশির পড়ে। এছাড়া চেন্নাই ও বেঙ্গালুরুতে বৃষ্টিও হতে পারে। ফলে স্পিনাররা বেশি সুবিধা পায়। সেক্ষেত্রে পিচে বেশি ঘাস থাকলে পেসাররা সেটা পাবে। এতে দলগুলো সিমার খেলাতে পছন্দ করবে।

ইতোমধ্যে পিচের প্রকৃতির সম্পর্কে গাইডলাইন দিয়েছে আইসিসি। সেই সঙ্গে মাঠগুলোর বাউন্ডারির ক্ষেত্রেও স্পষ্ট নির্দেশিকা দেয়া হয়েছে। 

বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, যেসব স্টেডিয়ামে খেলা হবে, সেগুলোর বাউন্ডারির দৈর্ঘ্য ৭০ মিটার রাখতে হবে। ওই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য ৬৫ মিটার থেকে ৮৫ মিটারের মধ্যে রাখতে হয়। 

তবে বিশ্বকাপের মাঠগুলোর বাউন্ডারির দৈর্ঘ্য ৭০ থেকে ৭৫ মিটারের মধ্যে রাখতে হবে। বিশেষ করে বাউন্ডারির দৈর্ঘ্য ৭০ মিটার রাখার নির্দেশনা দেয়া হয়েছে। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়