শিরোনাম
◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে ◈ সঙ্কটে এশিয়া কাপ! দা‌বি না মান‌লে, প‌রের ম‌্যাচ আরব আ‌মিরা‌তের বিরু‌দ্ধে খেল‌বে না পাকিস্তান ◈ হ্যান্ডশেক বিতর্কে এবার মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ নেতানিয়াহুর পাশে আমেরিকা, লক্ষ্য হামাস ধ্বংস: রুবিও ◈ বিনা পাসপোর্টে ভারতে যাওয়া ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ ◈ ম‌তের মিল হ‌চ্ছে না,  জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে সব কারণে ◈ মৌলভীবাজারে উদ্ধার হওয়া ‘পিট ভাইপার’: কতটা বিষধর এই সবুজ বোড়া?

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:৫৮ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ

সাঈদুর রহমান: ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিলো বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টির আশঙ্কা থাকায় টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমবার বৃষ্টি বাধা পেরিয়ে খেলা শুরু হলে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এরপর আবারো বৃষ্টির বাঁধা পড়লে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নতুন বলে টাইগারদের দেখে শুনে খেলতে থাকেন দুই কিউই ওপেনার ফিন অ্যালেন ও উইল ইয়ং। তবে ম্যাচের পাঁচ ওভার না গড়াতেই ম্যাচে হানা দেয় বৃষ্টি। প্রায় দুই ঘন্টা বৃষ্টির পর মাঠে নেমেছে দুই দল। আট ওভার কমিয়ে ৪২ ওভারের খেলা নির্ধারণ করেছে আম্পায়ার।

এদিন বৃষ্টির আগে পেসারদের বিপক্ষে ভালো ব্যাট করলেও তা ধরে রাখতে পারেননি কিউই ওপেনাররা। সপ্তম ওভারের প্রথম বলে সোহানের দুর্দান্ত ক্যাচে ২০ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১ রান করে মোস্তাফিজের দ্বিতীয় শিকার হন চ্যাড বোয়েস। পাওয়ার প্লেতে মাত্র ১৮ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা।

কিন্তু অপরপ্রান্তে থিতু হন উইল ইয়ং। নিকোলসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন এই ডানহাতি ব্যাটার। ৬৬ বলে ৫০ রানে জুটি গড়ে এই দুই ব্যাটার। চাপের মুখে নিয়ন্ত্রিত ব্যাটিং করে ৮৩ বলে নিজের ফিফটি পূরণ করেন ইয়ং। তাকে যোগ্য সঙ্গ দেন নিকোলস। ৫৭ বলে ৪৪ রান করে মোস্তাফিজের বলে লেগবিফোরে কাঁটা পড়েন নিকোলস। 

এরপরই ৫৮ রানে আরেক সেট ব্যাটার ইয়োং আউট হলে তার দেখানো পথে হাঁটেন রাচিন রাবীন্দ্র। এতে পরপর তিন উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে নিউজিল্যান্ড। ৩৩.৪ যখন ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৩৬ রান, তখন মিরপুরে আবারো হানা দেয় বৃষ্টি। কয়েক দফায় খেলা মাঠে গড়াতে মাঠকর্মীরা চেষ্টা করলেও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত করেন আম্পায়ার। 

টস জিতে বোলিংয়ে নেমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। দুজনে ৫ উইকেট নিয়ে কিউইদের চাপে রেখে ম্যাচে টাইগারদের এগিয়ে রাখলেও বাঁধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি।

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়