শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৭ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৩, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে খেলতে রাজি হলেন স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সাত ঘণ্টার আলোচনার পর অবশেষে মাঠে নামতে রাজি হলেন স্পেনের বিশ্বকাপজয়ী নারী ফুটবলাররা। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে লম্বা সময়ের আলোচনার পর ২৩ সদস্যের দলের ২১ জন উয়েফা নেশনস লিগের আসন্ন দুই ম্যাচে খেলতে সম্মত হয়েছেন।
তবে এখনও খেলতে প্রস্তুত নয় বিধায় দুই ফুটবলার ক্যাম্পে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এরা হলেন মাপি লিওঁ ও প্যাতরি গুইহারো।

গত মঙ্গলবার রাতে ভ্যালেন্সিয়ার একটি হোটেলে বৈঠকে ফুটবলারদের সঙ্গে বৈঠকে বসেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, জাতীয় ক্রীড়া পরিষদ (সিএসডি) ও নারী ফুটবলারদের ইউনিয়ন ফুটপ্রো। সূত্র: মার্কা

সাত ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর বুধবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে সকলের সম্মতিতে খেলোয়াররা মাঠে ফেরার সিদ্ধান্ত জানান। পাশাপাশি ফুটবলারদের দেওয়া বেশ কিছু পরিবর্তনের দাবিগুলোও আমলে নেয় স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

সভা শেষে সিএসডি প্রেসিডেন্ট ভিক্টর ফ্রাঙ্কোস বলেন, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) একটি চুক্তি স্বাক্ষর হবে। সেটি দেখভাল করার জন্য আরএফইএফ, সিএসডি এবং খেলোয়াড়দের নিয়ে একটি যৌথ কমিশন গঠন করা হবে। ফুটবলাররা তাদের উদ্বেগ এবং ফেডারেশনে অর্থবহ পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে বলেছে। ফেডারেশনও অবিলম্বে পরিবর্তনের অঙ্গীকার করেছে। সূত্র: গোলডটকম

পরিবর্তন আনার কথা বললেও কোন কোন বিষয়ে পরিবর্তন আনা হবে সেগুলো জানা যায়নি কোনো পক্ষের থেকেই।

তবে ফেডারেশনের প্রতিশ্রুতির পরও খেলতে রাজি হননি মাপি লিওঁ ও প্যাতরি গুইহারো। ক্যাম্প ছেড়ে যাওয়ার কারণ হিসেবে গুইহারো বলেন, তারা পরিবর্তন নিয়ে কাজ করছে। কিন্তু আমাদের জন্য ভিন্ন পরিস্থিতি। যা কিছু ঘটেছে, তার পরে এখন এই অবস্থানে...মানসিকভাবে আসলে খেলার জন্য আমরা প্রস্তুত নই। এটাই চলে যাওয়ার কারণ।

যদিও বয়কটের এমন নজির আগেও দেখিয়েছেন এই দুই ফুটবলার। গত মার্চেও খেলোয়াড়দের প্রতি বিরূপ আচরণের কারণ দেখিয়ে জাতীয় দলে খেলতে অস্বীকৃতি জানান তারা। একইসঙ্গে বয়কট করেন নারী বিশ্বকাপও।

এর আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে বেশ কিছু পরিবর্তন চেয়ে দাবি পূরণ না হওয়া পর্যন্ত জাতীয় দলে খেলা বয়কট করেছিলেন ৩৯ ফুটবলার। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়