শিরোনাম
◈ ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন ◈ ‘শুধু চেয়ারই না, প্রধান উপদেষ্টাসহ দেশ ছাড়লেন বাকি উপদেষ্টারাও’: রাতভর গুজব ◈ সিগারেটের শেষাংশ জমিয়ে শত কোটি টাকার মালিক ! (ভিডিও) ◈ অর্থের অভাবে গুলিবিদ্ধ স্বামীকে সুস্থ করতে সন্তান বিক্রি স্ত্রীর ◈ ইউনূস সরকারের পাশে আছে যুক্তরাষ্ট্র : মিলার ◈ হাইকোর্টের ২৩ বিচারপতি শপথ নিলেন ◈ এরা কারা কালো পতাকা নিয়ে মাঠে? একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ◈ ওয়ানডে ক্রিকেটও বেশিদিন খেলবেন না  মাহমুদউল্লাহ রিয়াদ ◈ নিউজিল্যান্ডের অবিশ্বাস্য ব্যাটিং ধস, সহজ জয় অস্ট্রেলিয়ার ◈ পাকিস্তানে খেলা ছেড়ে বিয়ে করতে ছুঁটলেন ইংল্যান্ডের ওলি স্টোন

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৫:২৩ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাতিন সেরার পুরস্কার পেলেন বিশ্বকাপ জয়ী কোচ স্কালোনি

স্কালোনি

স্পোর্টস ডেস্ক: কোচিং ক্যারিয়ারের শুরুতে ছিলেন সাম্পাওলির সহকারী। এরপর আর্জেন্টিনার ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান লিওনেল স্কালোনি। পরবর্তীতে ভারপ্রাপ্ত থেকে হেড কোচের দায়িত্ব পান স্কালোনি। সেই থেকে শুরু, তার অধীনে কোপা আমেরিকা জিতে ২৮ বছর পর শিরোপা খরা ঘুঁচায় আর্জেন্টিনা। এক বছর পর বিশ্বকাপের সোনালী ট্রফি ঘরে তুলেছে আর্জেন্টিনা। সূত্র: টুইটার

এরপর একের পর এক পুরস্কার জেতেন মেসিদের এই গুরু। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের ইতিহাস এবং পরিসংখ্যান বিভাগের ভোটে সেরা কোচ নির্বাচিত হন তিনি। এরপর ফিফার বর্ষসেরার পুরস্কারও জেতেন তিনি। গত মার্চে নির্বাচিত হন আমেরিকার বর্ষসেরা কোচ। মেসিদের চীন সফরের আগে লাতিন সেরার এই পুরস্কার গ্রহণ করেন স্কালোনি। সূত্র: সমকাল

২০৮ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে দক্ষিণ আমেরিকার বর্ষসেরা কোচ নির্বাচিত হন লিওনেল স্কালোনি। দ্বিতীয় হওয়া ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের কোচ আবেল ফেরেইরা ভোট পান মাত্র ৩৫টি। অর্থাৎ, ৭২টি ভোট বেশি পেয়ে সেরা নির্বাচিত হন স্কালোনি।

পুরস্কারের আকার নিয়ে রসিকতা করলেও কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই কোচ। তিনি বলেন, স্বীকৃত এমন পুরস্কার আমাকে গর্বিত করে। খেলোয়াড়, কোচিং স্টাফদের কাজের ফলাফল এটি।

তিনি আরো বলেন, শুধু শিরোপা জিতলেই কোচ খেলোয়াড়দের মূল্য দিতে হবে না। এমন অনেক সময় আছে যখন আপনি সবকিছু ঠিক ভাবে করেন কিন্তু জিততে পারেন না। দুর্ভাগ্যবশত, এই পৃথিবীতে আমরা শুধু বিজয়ীকে পুরস্কৃত করি। এমন অনেক সময় আছে যখন আমরা জিততে পারিনি। ২০১৯ কোপা আমেরিকাতেও আমরা হেরেছি। রিপোর্ট: সাঈদুর রহমান, সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়