শিরোনাম

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:৩৪ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথকে এই প্রজন্মের টেস্টের সেরা ব্যাটার বললেন কোহলি

স্টিভেন স্মিথ

সাঈদুর রহমান: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালের প্রথম ইনিংসে শামি-সিরাজদের দুর্দান্ত বোলিং ওয়ার্নার-খাজারা ব্যর্থ হলেও দলকে চাপ মুক্ত করেন স্টিভেন স্মিথ। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অজি ব্যাটার, যাতে বিপাকে পড়ে ভারত। স্মিথের এমন ব্যাটিংয়ে প্রশংসা করেছেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। স্মিথকে এই প্রজন্মের টেস্টের সেরা ব্যাটার হিসেবে অভিহিত করেছেন তিনি। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন কোহলি। সূত্র: স্টার স্পোর্টস

তিনি বলেন, ধারাবাহিকভাবে রান করা ও অবিশ্বাস্য ব্যাটিং গড়ের কারণে বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটার এখন স্মিথ। আমার মতে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ। যে ক্ষমতা দেখিয়েছেন স্মিথ সেটি দুর্দান্ত। এ প্রজন্মের যেকোন ক্রিকেটারের সঙ্গেই তুলনা করা হোক না কেনো, সকলেই তার রেকর্ড সর্ম্পকে জানে। ৮৫-৯০ টেস্টে স্মিথের ব্যাটিং গড় ৬০। যা সত্যিই অবিশ্বাস্য।

তিনি আরো বলেন, ধারাবাহিকভাবে স্মিথের খেলা ইনিংসগুলো ম্যাচে যেরকম প্রভাব ফেলে, আমি গত ১০ বছরে টেস্ট ক্রিকেটে এরকম প্রভাব ফেলতে কাউকে দেখিনি। তার দক্ষতা আর টেম্পেরামেন্টকে স্যালুট।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৭ ম্যাচে ৩১টি সেঞ্চুরি আর ৫৩.৭৫ গড়ে ৮৯১৩ রান করেছেন স্মিথ। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসেও করেছেন দুর্দান্ত এক সেঞ্চুরি, খেলেছেন ১২১ রানের অসাধারন এক ইনিংস। 

২০১৪ থেকে ২০১৭, এই চার বছর স্মিথের ব্যাটিং গড় ছিলো ৭০ এর উপর। গত তিন বছর ধরে ব্যাটিং গড় ৫০এর উপরে। পরিকল্পনা করেও স্মিথকে রুখতে পারেন না বিশ্বের বাঘা-বাঘা বোলাররা।

অন্যদিকে ১০৯ টেস্টে ২৮টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৮৪৩০ রান করেছেন কোহলি। তার ব্যাটিং গড় ৪৮.৭২। স্মিথের চেয়ে এখানে বেশ পিছিয়েই রয়েছেন কোহলি। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়