শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৮:৫৪ সকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্স ওপেনের ফাইনালে জকোভিচ ও রুদ

সার্বিয়ার নোভাক জকোভিচ - ক্যাসপার রুদ

তারিক আল বান্না: বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজকে প্রথম সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১ ও ৬-১ সেটে হারিয়ে বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম টেনিস টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন বিশ্বের দুই নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। ফাইনালে তার মুখোমুখি হবেন নরওয়ের তরুণ তারকা ক্যাসপার রুদ। রুদ অপর সেমিফাইনালে সহজেই ৬-৩, ৬-৪ ও ৬-০ সেটে জার্মানির আলেকজান্ডার জিভেরেভকে পরাজিত করেন। 

শুক্রবার রাতে বিশ্বসেরা দুই খেলোয়াড়ের লড়াই প্রায় সোয়া তিন ঘন্টা দীর্ঘ  হয়। প্যারিসের রোলা গ্যারো স্টেডিয়ামে এবারের আসরের সবচেয়ে দামী লড়াই জিতে ২৩টি গ্রান্ড স্লাম এককের শিরোপা লাভের দ্বারপ্রান্তে এখন   সাবেক এক নম্বর খেলোয়াড় জকোভিচ।      
           
৩৬ বছর বয়সী জকোভিচ তার ক্যারিয়ারে এবারের ফ্রান্স ওপেনের আগে মোট ২২ বার গ্রান্ড স্লাম শিরোপা জিতেছেন। এরমধ্যে ২০১৬ ও ২০২১ সালে জিতেছেন ফ্রান্স ওপেনের শিরোপা। তিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রেকর্ড সংখ্যক ১০ বার। ২০১০ সালের অলিম্পকে ব্রোঞ্জ পদক জিতেছেন জকোভিচ। এবার ফ্রান্স ওপেনের শিরোপা জিতলে তিনি স্পেনিশ তারকা রাফায়েল নাদালকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ ট্রফি জয়ের নতুন রেকর্ড গড়বেন। মাত্র ২০ বছর বয়সী আলকারাজ তার ছোট্ট ক্যারিয়ারে একটি মাত্র গ্রান্ড স্লাম টেনিস টুর্নামেন্টের শিরোপা জিতেছেন। সেটা হলো ২০২২ সালের ইউএস ওপেনের শিরোপা। এবারের ফ্রান্স ওপেনের সেমিফাইনালে তিনি তার প্রায় দ্বিগুন বয়সী জকোভিচের বিপক্ষে হেরে দ্বিতীয় গ্রান্ড স্লাম এককের শিরোপা জেতার সম্ভাবনা থেকে ছিটকে গেলেন। 

দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের চার নম্বর খেলোয়াড় ক্যাসপার রুদ সরাসরি সেটে বিশ্বের ২৭ নম্বর খেলোয়াড় আলেকজান্ডার জিভেরেভকে পরাজিত করেন। ২২ বছর বয়সী রুদ সেমির ম্যাচটিতে ২৬ বয়সী জিভেরেভকে পরাস্থ করতে ২ ঘণ্টা ১১ মিনিট সময় নেন। রুদ ২০২২ সালে ফ্রান্স ওপেন ও ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন, তবে শিরোপা জেতা হয়নি। ফাইনালে জোকোভিচকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্রান্ড স্লাম এককের শিরোপা জিততে চান। তবে অভিজ্ঞ খেলোয়াড় জকোভিচের বিপক্ষে তিনি কতটা ভালো খেলবেন এবং প্রথম গ্রান্ড স্লাম আসরের শিরোপার স্বাদ পাবেন কি না, সেটাই দেখার বিষয়। সম্পাদনা: এল আর বাদল

টিএবি/এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়