শিরোনাম
◈ সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও)

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৭ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির ঘোষণার পর ইনস্টাগ্রামে ১২ ঘণ্টায় ৩৫ লাখ অনুসারী বেড়েছে ইন্টার মিয়ামীর 

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি যোগ দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামীতে। এই খবর ছড়িয়ে পড়ায় রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। স্বাভাবিভাবেই মেসির আগমন যে তাদের জার্সি বিক্রি, স্পন্সর, টিভি স্বত্ব থেকে আয় থেকে শুরু করে সবকিছু বাড়িয়ে দেবে। এবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রতিদ্বন্দ্বী সব ক্লাবকে ছাড়িয়ে যাচ্ছে মায়ামী। ১২ ঘণ্টার ব্যবধানে তাদের ফলোয়ার বেড়েছে প্রায় তিন গুণ (৩৫ লাখ)।

গত বুধবার সকাল থেকেই আলোচনা চলতে থাকে, বার্সেলোনা ও সৌদির আল-হিলালকে টপকে আমেরিকান মেজর সকার (এমএলএস) ক্লাব মিয়ামী বেছে নেবেন আর্জেন্টাইন মহাতারকা। দিনের আলো কমতেই সেই ঘোষণা আসে স্প্যানিশ সাংবাদিক গিলেম বালাগের কণ্ঠে। এরপরই মূলত শুরু হয়ে মিয়ামীর অনুসারীর সংখ্যা। রাত যত বাড়তে থাকে ততই যেন সমর্থকদের আগ্রহে জোয়ার পায়। অবশেষে চূড়ান্ত সেই ঘোষণা আসে রাত সাড়ে ১২টা নাগাদ। এটি যেন ফুটবল সংশ্লিষ্টদের জন্য মিয়ামীর সামাজিক যোগাযোগমাধ্যমে ঝাঁপিয়ে পড়ার সময়। - ঢাকাপোষ্ট

মেসির নামের ওজন এর আগে ২০২১ সালে টের পেয়েছিল পিএসজি। যখন কাতালান ক্লাব ছেড়ে তিনি ফরাসি শিবিরে যোগ দেন, এক লাফে তাদের জার্সির দাম বেড়ে যায়। একেক করে সব মার্কেট স্টক-আউট হতে থাকে। যার রেশ গিয়ে পড়ে ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমেও। এরপর মেসি বিদায় বলাতেই আবার কমতে থাকে পিএসজির অনুসারীর সংখ্যা। তাদের হয়ে মেসি শেষ ম্যাচে খেলার পর মুহূর্তেই কমে যায় ১০ লাখ অনুসারী।

মেসি মায়ামিতে এখনও আনুষ্ঠানিকভাবে যোগ দেননি। কিন্তু তার মুখের কথাতেই হু হু করে বাড়ছে ডেভিড বেকহামের ক্লাবের অনুসারী। এর আগে পর্যন্ত এমএলএস দলগুলোর মধ্যে ইনস্টাগ্রামে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির অনুসারীসংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় ১৪ লাখ। তাদের অনেক পেছনে পড়ে থাকা মিয়ামী এক লাফে অনেক ওপরে ওঠে গেছে। সম্পাদনা: এল আর বাদল
 
এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়