শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৪:১৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৪:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের পারফরম্যান্সই আমাকে সহকারী কোচের দায়িত্ব নিতে আগ্রহী করেছে: নিক পোথাস

নিক পোথাস

সাঈদুর রহমান: গত বছর দ্বিতীয় দফায় টাইগারদের হেড কোচের দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসে হাথুরুসিংহে। এরপর আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও হাথুরুর সহকারীর পদ খালি ছিলো। তবে শেষ পর্যন্ত  লঙ্কান কোচের সহকারীর দায়িত্ব পেয়েছে নিক পোথাস। আয়ারল্যান্ড সিরিজ থেকে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ সামনে রেখে দলের অনুশীলনে আছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন পোথাস।  

বাংলাদেশের দায়িত্ব নিতে কেনো আগ্রহী হলেন এমন প্রশ্নের জবাবে  পোথাস বলেন, এটা মোটেও কোনো কঠিন সিদ্ধান্ত ছিল না। গত ১৮ মাস ধরে বাংলাদেশ দুর্দন্ত পারফরম্যান্স করছে। ছেলেদের সামর্থ্য আছে। গত ৬-৮ মাস ধরে দারুণ খেলছে। তাদের সঙ্গে কাজ করা রোমাঞ্চকর।  

সহকারী কোচের দায়িত্ব নিলেও ব্যাটিংটাও দেখবেন পোথাস। টেস্ট ও টি-টোয়েন্টিতে এই বিভাগে খুব একটা ভালো করতে পারছে না বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষেও ভালো কিছু করতে পারছে না বাংলাদেশ ‘এ’ দল। বিশেষত ব্যাটাররা হচ্ছেন ব্যর্থ। পোথাস বলছ্নে, মুহূর্তেই বড় বদল আনা সম্ভব না।  

তিনি বলেন, জাদু লাগবে যেন খুব দ্রুত ব্যাটিং বদলে ফেলা যায়, মজা করছিলাম। দেখুন, সবকিছুরই সময় প্রয়োজন। একটা নতুন সংস্কৃতিতে এসেই আমি সবকিছু বদলে ফেলার কথা ভাবতে পারি না। আমার আগে তাদেরকে দেখতে হবে। আমি তাদের যে সামর্থ্য দেখেছি, ভালো না করার কোনো কারণ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে এক দল শীর্ষে থাকা মানে অন্য দলের অবনমন। এই উত্থানপতনের সঙ্গেই চলতে হবে। খেলোয়াড়দের যাচাই করার জন্য আমি সময় নিতে চাই। সম্পাদনা: এল আর বাদল

এসআর/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়