শিরোনাম
◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:১০ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এশিয়ান কাপ ফুটবলের বাছাই, বাংলাদেশ গ্রুপে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন

স্পোর্টস ডেস্ক: আগামী বছর (২০২৪) শুরু হবে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব। প্রতিটি দলেই খেলবে অনূর্ধ্ব-২৩ ফুটবলাররা। কে কার প্রতিপক্ষ সেটাও চূড়ান্ত হয়েছে বৃহস্পতিবার। এইচ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন। থাইল্যান্ড এই গ্রুপের শীর্ষ দল। দুইয়ে মালয়েশিয়া, তিনে বাংলাদেশ। সবার নিচে ফিলিপাইন।কুয়ালালামপুরে ড্র অনুষ্ঠানে এশিয়ার ৪৩টি দলকে ভাগ করা হয় ১১টি গ্রুপে। ১০টি গ্রুপে আছে ৪টি করে দল। অন্যটিতে ৩টি। বাছাইপর্বের খেলা হবে ৪-১২ জুলাই। চূড়ান্ত পর্ব হবে আগামী বছর কাতারে, ১৫ এপ্রিল থেকে ৩ মে।

প্রথমআলো অনলাইন জানায়, ২০২১ সালের অক্টোবরে সর্বশেষ এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো ছিল না। ডি’ গ্রুপে বাংলাদেশ জিততে পারেনি কোনো ম্যাচই। হেরেছে সৌদি আরব (৩-০), কুয়েত (১-০) ও উজবেকিস্তানের (৬-০) সঙ্গে তিনটি ম্যাচেই। খেলা হয়েছিল উজবেকিস্তানে। মারুফুল হকের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল তিন ম্যাচে ১০ গোল হজম করে দেশে ফিরেছিল। 

তবে বাংলাদেশের এবার প্রতিপক্ষ দলগুলো তুলনামূলক সহজ। গ্রুপে নেই জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, কাতার কিংবা ইরানের মতো এশিয়ার শীর্ষ কোনো দেশ। বাংলাদেশের পক্ষে পয়েন্ট পাওয়া তাই খুব একটা কঠিন হওয়ার কথা নয়। 

থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষ ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-২৩ পর্যায়ে এর আগেও থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। এই পর্যায়ে মালয়েশিয়া ও ফিলিপাইনের বিপক্ষে জয়ও আছে। ১৯৯১ সালে প্রিঅলিম্পিক বাছাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৮-০ গোলে হারিয়েছিল ফিলিপাইন অনূর্ধ্ব-২৩ দলকে। একই আসরে মালয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।সম্পদনা: এর আর বাদল

এলআরবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়