শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৯:২০ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো মিয়ামির সেমিতে কেভিতোভা

কেভিতোভা

তারিক আল বান্না: মিয়ামি ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের এককে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। বৃষ্টি-বিঘ্নিত কোয়ার্টার ফাইনালে রাশিয়ার একেতেরিনা আলেকজান্দ্রোভাকে হারিয়েছেন তিনি। বিবিসি

দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ১৫তম বাছাই কেভিতোভা ৬-৪, ৩-৬ ও ৬-৩ সেটে জয়লাভ করেন। সেমিফাইনালে তিনি রোমানিয়ার সোরানা সিরস্তিয়ার মুখোমুখি হবেন।

এদিকে, পুরুষ বিভাগে বিশ্বের সাবেক এক নম্বর খেলোয়াড় রাশিয়ার দ্যানিল মেদভেদেভ আমেরিকান অবাছাই ক্রিস্টোফার ইউব্যাঙ্কসের বিরুদ্ধে সরাসরি সেটে জয়ের মাধ্যমে মিয়ামি ওপেনের সেমিফাইনালে পৌঁছেছেন। দুর্দান্ত ফর্ম প্রদর্শন করে চতুর্থ বাছাই মেদভেদেভ জেতেন ৬-৩ ও ৭-৫ সেটে।

মেদভেদেভের সাথে খেলবেন রাশিয়ান কারেন খাচানভের সঙ্গে। খাচানভ আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুন্ডোলোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সরাসরি ৬-৩ ও ৬-২ সেটে জয়লাভ করেন। 

দূর্দান্ত ফর্মে থাকা ২৭ বছর বয়সী মেদভেদেভ খাচানভের বিপক্ষে ফেভারিট হিসেবে বিবেচিত হবেন বলে মনে করা হচ্ছে। ২০২১ ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ বিগত ২৩টি ম্যাচের মধ্যে ২২টিতেই জিতেছেন।  এ নিয়ে মেদভেদেভ টানা পঞ্চম এটিপি ইভেন্টের সেমিফাইনালে উঠেলেন।

রটারডাম, দোহা ও দুবাইতে টানা শিরোপা জয়ের পর মেদভেদেভ ইন্ডিয়ান ওয়েলস ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় স্পেনের কার্লোস আলকারাজের কাছে পরাজিত হন। যা সম্প্রতিকালে তার একমাত্র হার। 

টিএবি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়