শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১১:০৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আসার অপেক্ষায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলে সময়টা ভালোই যাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর প্রীতি ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে মেসিরা। আর তারই সুফল পেতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টাই ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। এরপর প্রীতি ম্যাচেও মরক্কোর কাছে হারে নেইমারবিহীন ব্রাজিল। এতকিছুর পরও এখন পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তারা। 

অন্যদিকে, কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের নিচেই অবস্থান আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন সমর্থকদের সুখবর দিতে যাচ্ছে ফিফা। এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র‌্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা। 

ফিফার পরবর্তী হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়েই ব্রাজিলকে টপকে শীর্ষে উঠবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর পানামা, কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। নিজেদের সর্বশেষ ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে স্কালোনির দল। অন্যদিকে মরক্কোর কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। 

মরক্কোর কাছে পরাজয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। আর তাই বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র‌্যাঙ্কিংয়ের দুইয়ে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পেয়েছে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানা গেছে। সূত্র : ক্লারিন

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়