শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৩, ১১:০৬ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৩, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আসার অপেক্ষায় আর্জেন্টিনা

আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির আর্জেন্টিনার আন্তর্জাতিক ফুটবলে সময়টা ভালোই যাচ্ছে। বিশ্বকাপ জয়ের পর প্রীতি ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে মেসিরা। আর তারই সুফল পেতে যাচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিশ্বকাপের কোয়ার্টাই ফাইনাল থেকে বাদ পড়ে ব্রাজিল। এরপর প্রীতি ম্যাচেও মরক্কোর কাছে হারে নেইমারবিহীন ব্রাজিল। এতকিছুর পরও এখন পর্যন্ত ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তারা। 

অন্যদিকে, কাতারে শিরোপা উৎসবের পর দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে জিতেও র‌্যাঙ্কিংয়ে ব্রাজিলের নিচেই অবস্থান আর্জেন্টিনার। তবে আর্জেন্টাইন সমর্থকদের সুখবর দিতে যাচ্ছে ফিফা। এপ্রিলের শুরুতে ফিফার পরবর্তী হালনাগাদ র‌্যাঙ্কিংয়েই ব্রাজিলকে হটিয়ে শীর্ষে ওঠে আসবে আর্জেন্টিনা। 

ফিফার পরবর্তী হালনাগাদ করা র‌্যাঙ্কিংয়েই ব্রাজিলকে টপকে শীর্ষে উঠবে আর্জেন্টিনা। বিশ্বকাপের পর পানামা, কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। নিজেদের সর্বশেষ ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে স্কালোনির দল। অন্যদিকে মরক্কোর কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ায় পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। 

মরক্কোর কাছে পরাজয়ের ফলে র‌্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। আর তাই বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে। ১৮৩৮.৩৮ পয়েন্ট নিয়ে এখন র‌্যাঙ্কিংয়ের দুইয়ে আর্জেন্টিনা। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পেয়েছে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র‌্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানা গেছে। সূত্র : ক্লারিন

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়