শিরোনাম
◈ যাত্রাবাড়ীতে মুরগি বহনকারী গাড়ির ধাক্কায় যুবক নিহত ◈ ২০ লাখ টাকা চাঁদা দাবি, দুদক কর্মকর্তা গ্রেপ্তার ◈ রাশিয়ার বন্ধু ও নিরপেক্ষ তালিকায় বাংলাদেশ ◈ ভিসানীতিতে সরকার বা আওয়ামী লীগ নয়, বিএনপিই চাপে: তথ্যমন্ত্রী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৮৬৫  ◈ যারা নির্বাচনকে বাধা ও প্রশ্নবিদ্ধ করবে ভিসানীতিতে ক্ষতিটা তাদেরই: ওবায়দুল কাদের  ◈ ভিসানীতি সরকারের ১৫ বছরের অপকর্মের ফসল: মির্জা ফখরুল  ◈ বিএনপি আসলেই নির্বাচন চায় কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন লাগবে: আইনমন্ত্রী ◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৩১ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাটিতে ১৯৯ নম্বর দলের কাছে হেরে গেলো বাংলাদেশ

ফুটবল ম্যাচ

এন এইচ খান: প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সাদ উদ্দিনের ভুলে পেনাল্টি উপহার দিয়ে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচের আগে ২০১৯ সালের পর টানা দুই ম্যাচ জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন জামাল ভুঁইয়ারা। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ।

মঙ্গলবার মাঠে নেমে ১৫ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে কোনো পরীক্ষাই দিতে পারেনি বাংলাদেশ। উল্টে ১৭ মিনিটে ধাক্কা খায় লাল-সবুজরা। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া রিমন হোসেনের বদলি নামেন আলমগীর হোসেন মোল্লা। অভিষেকে রাঙিয়ে রাখতে শুরু থেকে মরিয়া চেষ্টা করতে থাকেন এই মিডফিল্ডার।

ম্যাচের ২২তম মিনিটে গোলের সুযোগ তৈরি করেন আলমগীর। কিন্তু গোলের দেখা পাননি তপুরা। পরের মিনিটে পায়ের কারকুরিতে বল বের করে নিয়ে জোরালো শট নেন রবিউল, কিন্তু বল যায় সরাসরি গোলরক্ষকের হাতে।

বিবর্ণ প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে বক্সের বাইরে থেকে আচমকা তপুর নেওয়া জোরালো ভলি কোনোমতে ফিস্ট করে ফেরান সিশেলস গোলরক্ষক।

৫৫ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি রাকিব। স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচে এগিয়ে যায় সিশেলস। ৬২ মিনিটে প্রথমবার গোছানো আক্রমণে উঠেই পেনাল্টি আদায় করে নেয় সফরকারীরা। ঠাণ্ডা মাথায় সফল স্পটকিকে সিশেলসকে এগিয়ে নেন মাইকেল মানসিয়েন। এরপর চেষ্টা করেও দলকে সমতায় ফেরাতে পারেন তারেক-তপুরা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠে ছাড়ে সিশেলস। এতে ১-১ তে সিরিজ ড্র করেছে দুই দল। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়