শিরোনাম
◈ যে কারণে নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করলেন ◈ মানুষকে কামড়ালে ‘যাবজ্জীবন কারাদণ্ড’ হবে কুকুরের! ◈ ডাকসু নির্বাচনে গোলাম রাব্বানীর প্রার্থিতা অবৈধ: ছয় বছর পর জিএস হতে পারেন রাশেদ খান! ◈ স্বচ্ছতা আনতে সব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া অনলাইনে করা হবে, আগামী সপ্তাহেই গেজেট: পরিকল্পনা উপদেষ্টা ◈ মুসলিম দেশগুলো কি ন্যাটোর আদলে যৌথ বাহিনী গঠন করছে? ◈ ম‌্যাচ হারায় বেনফিকার কোচ বরখাস্ত, নতুন দা‌য়িত্ব নি‌তে যা‌চ্ছেন হো‌সে মরিনহো  ◈ টাঙ্গাইলে বেকারির দোকানে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা ◈ ভার‌তের অ‌ধিনায়ক সূর্যকুমারকে ‘শূকর’ ডেকে বিতর্কের মুখে পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার মোহম্মদ ইউসুফ ◈ তপশিলের আগেই ৭০% প্রার্থী ঘোষণার প্রস্তুতি বিএনপির, যাদের সুযোগ দেওয়ার পরিকল্পনা ◈ ইটস ভেরি অর্গানাইজড পার্টি, এবার জামায়াতকে নিয়ে যে মন্তব্য করলেন রুমিন ফারহানা!(ভিডিও)

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৩১ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘরের মাটিতে ১৯৯ নম্বর দলের কাছে হেরে গেলো বাংলাদেশ

ফুটবল ম্যাচ

এন এইচ খান: প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের পর শেষ ম্যাচে জয়ের ধারা বজায় রাখতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সাদ উদ্দিনের ভুলে পেনাল্টি উপহার দিয়ে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচের আগে ২০১৯ সালের পর টানা দুই ম্যাচ জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন জামাল ভুঁইয়ারা। কিন্তু সেই স্বপ্ন পূরণে ব্যর্থ।

মঙ্গলবার মাঠে নেমে ১৫ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে কোনো পরীক্ষাই দিতে পারেনি বাংলাদেশ। উল্টে ১৭ মিনিটে ধাক্কা খায় লাল-সবুজরা। হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া রিমন হোসেনের বদলি নামেন আলমগীর হোসেন মোল্লা। অভিষেকে রাঙিয়ে রাখতে শুরু থেকে মরিয়া চেষ্টা করতে থাকেন এই মিডফিল্ডার।

ম্যাচের ২২তম মিনিটে গোলের সুযোগ তৈরি করেন আলমগীর। কিন্তু গোলের দেখা পাননি তপুরা। পরের মিনিটে পায়ের কারকুরিতে বল বের করে নিয়ে জোরালো শট নেন রবিউল, কিন্তু বল যায় সরাসরি গোলরক্ষকের হাতে।

বিবর্ণ প্রথমার্ধের শেষ দিকে কিছুটা ছন্দ খুঁজে পায় বাংলাদেশ। বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে বক্সের বাইরে থেকে আচমকা তপুর নেওয়া জোরালো ভলি কোনোমতে ফিস্ট করে ফেরান সিশেলস গোলরক্ষক।

৫৫ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেননি রাকিব। স্রোতের বিপরীতে গিয়ে ম্যাচে এগিয়ে যায় সিশেলস। ৬২ মিনিটে প্রথমবার গোছানো আক্রমণে উঠেই পেনাল্টি আদায় করে নেয় সফরকারীরা। ঠাণ্ডা মাথায় সফল স্পটকিকে সিশেলসকে এগিয়ে নেন মাইকেল মানসিয়েন। এরপর চেষ্টা করেও দলকে সমতায় ফেরাতে পারেন তারেক-তপুরা। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠে ছাড়ে সিশেলস। এতে ১-১ তে সিরিজ ড্র করেছে দুই দল। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়