শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওয়ার-প্লেতে কোন উইকেট না হারিয়ে ৮১ রান সংগ্রহ বাংলাদেশের

অপরাজিত তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দারুণ খেলে আয়ারল্যান্ডকে হারানোর পথে রয়েছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রানে ব্যাট করছে টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় খেলায় বড় সংগ্রহ করলেও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে শেষ ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নেয় প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী দলটি। ২৮.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয়েছে তারা।

স্বাগতিক বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১০২ রান। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। অন্যদিকে, আইরিশরা জিততে পারলে সিরিজ ড্র হবে। 

শুরুতে পেসারদের দাপুটে বোলিংয়ে ১০ ওভারে ৪টি উইকেট হারায় আইরিশরা। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেন কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন লোরকান টাকার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

বোলিংয়ে আজ ছিলো পেসারদের দাপট। ৫ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ৩ টি এবং ইবাদত হোসেন ২ টি উইকেট নেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়