শিরোনাম
◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা  

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওয়ার-প্লেতে কোন উইকেট না হারিয়ে ৮১ রান সংগ্রহ বাংলাদেশের

অপরাজিত তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দারুণ খেলে আয়ারল্যান্ডকে হারানোর পথে রয়েছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রানে ব্যাট করছে টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় খেলায় বড় সংগ্রহ করলেও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে শেষ ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নেয় প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী দলটি। ২৮.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয়েছে তারা।

স্বাগতিক বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১০২ রান। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। অন্যদিকে, আইরিশরা জিততে পারলে সিরিজ ড্র হবে। 

শুরুতে পেসারদের দাপুটে বোলিংয়ে ১০ ওভারে ৪টি উইকেট হারায় আইরিশরা। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেন কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন লোরকান টাকার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

বোলিংয়ে আজ ছিলো পেসারদের দাপট। ৫ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ৩ টি এবং ইবাদত হোসেন ২ টি উইকেট নেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়