শিরোনাম
◈ আ.লীগের বড় পরিকল্পনা ফাঁস, গ্রেপ্তার ২৫ ◈ ১৮ নভেম্বর ‘প্রবাসী ভোটার অ্যাপ’ উদ্বোধন ◈ বিলে শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু ◈ আমন মৌসুমে ধান ও আতপ চাল কিনবে সরকার, নতুন দাম নির্ধারণ ◈ আট দিনেই ৭৫ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ১৪ দশমিক ৭০ শতাংশ ◈ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর ◈ আরও ভয়াবহ হতে পারে ডেঙ্গু পরিস্থিতি, বৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিয়ন্ত্রণের তাগিদ ◈ আগের মতোই মাঠে থাকছেন সেনাবাহিনীর সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পিএসসি ঘেরাও কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ-জলকামান নিক্ষেপ (ভিডিও) ◈ ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:১৩ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাওয়ার-প্লেতে কোন উইকেট না হারিয়ে ৮১ রান সংগ্রহ বাংলাদেশের

অপরাজিত তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক: ব্যাটে-বলে দারুণ খেলে আয়ারল্যান্ডকে হারানোর পথে রয়েছে বাংলাদেশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১.৩ ওভারে কোন উইকেট না হারিয়ে ৯২ রানে ব্যাট করছে টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় বড় ব্যবধানে জিতে এগিয়ে ছিলো বাংলাদেশ। দ্বিতীয় খেলায় বড় সংগ্রহ করলেও বৃষ্টির কারনে ম্যাচটি পরিত্যক্ত হয়। তবে শেষ ম্যাচে আজ টস জিতে ব্যাটিং নেয় প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সফরকারী দলটি। ২৮.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রানে অলআউট হয়েছে তারা।

স্বাগতিক বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১০২ রান। আজকের ম্যাচ জিতলে বাংলাদেশ সিরিজ জিতবে। অন্যদিকে, আইরিশরা জিততে পারলে সিরিজ ড্র হবে। 

শুরুতে পেসারদের দাপুটে বোলিংয়ে ১০ ওভারে ৪টি উইকেট হারায় আইরিশরা। এরপর আর ঘুরে দাড়াতে পারেনি দলটি। সর্বোচ্চ ৩৬ রান করেন কার্টিস ক্যাম্ফার। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেন লোরকান টাকার। বাকিরা কেউ দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

বোলিংয়ে আজ ছিলো পেসারদের দাপট। ৫ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ৩ টি এবং ইবাদত হোসেন ২ টি উইকেট নেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়