শিরোনাম
◈ মার্কিন নিষেধাজ্ঞা ভারতের দুই কোম্পানির ওপর, জব্দ করা হবে সম্পদ ◈ ১২ বছরে  শাজাহান খান গংরা লুটেছেন ১২ হাজার কোটি টাকা ◈ দিল্লিতে শেখ হাসিনা ‘গৃহবন্দী’ ইঙ্গিত দিলো ভারতীয় সংবাদমাধ্যম (ভিডিও) ◈ যুবলীগ নেতা পুলিশ হেফাজত থেকে উধাও, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার ◈ বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল ◈ বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে ভারতের সীমান্তে মৌমাছি মোতায়েন ◈ বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে হত্যা ◈ ভারত-বাংলাদেশ সুসম্পর্কের পথে বড় বাধা সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা ◈ সমন্বয়কদের কোন্দলে নরসিংদীতে সভা না করেই ফিরলেন সারজিস আলম (ভিডিও) ◈ ভারতের ‘সেভেন সিস্টার্সে’ বাংলাদেশের ভূমিকা কী ?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

তামিম ইকবাল - অ্যান্ডু বালর্বিনি

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ১৮৩ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে ভাগ্য সহায়তা করে আয়ারল্যান্ডকে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে সিরিজ রক্ষা করার সুয়োগ পায় আইরিশরা। তবে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি তুলে ম্যাচ বাদ হওয়ার আক্ষেপে পুড়েছে মুশফিকুর রহিম।

সিরিজ জয়ের লক্ষ্যে মঙ্গলবার তৃতীয় ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। যেখানে প্রথম দুই ওয়ানডে দলের সদস্য আফিফ হাসান ও শরিফুল ইসলামকে তৃতীয় ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে । তবে ইজুরির কারণে দুই ম্যাচে খেলতে না পারা মিরাজকে দলে রাখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে শেষ ম্যাচে মাঠে নামতে পারে এই অলরাউন্ডারকে। সিরিজ জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তামিম ইকবাল।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পারিত্যক্ত হওয়ায় সিরিজ ড্র করার আশা বাঁচিয়ে রেখেছে আইরিশরা। তাই শেষ ওয়ানডে টাইগারদের আটকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অ্যান্ডু বালর্বিনির দল। শুরুতে ভালো করেও বাংলাদেশের ব্যাটিং লাইনকে হামাতে পারছেনা আয়ারল্যান্ড। এদিকে দুই ম্যাচের দুটিতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক। রিপোর্ট: সাঈদুর রহমান
 
এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়