শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃহস্পতিবার সিরিজ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ

তামিম ইকবাল - অ্যান্ডু বালর্বিনি

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে ১৮৩ রানের দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ করেছিলো বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামার আগে ভাগ্য সহায়তা করে আয়ারল্যান্ডকে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলে সিরিজ রক্ষা করার সুয়োগ পায় আইরিশরা। তবে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি তুলে ম্যাচ বাদ হওয়ার আক্ষেপে পুড়েছে মুশফিকুর রহিম।

সিরিজ জয়ের লক্ষ্যে মঙ্গলবার তৃতীয় ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। যেখানে প্রথম দুই ওয়ানডে দলের সদস্য আফিফ হাসান ও শরিফুল ইসলামকে তৃতীয় ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে । তবে ইজুরির কারণে দুই ম্যাচে খেলতে না পারা মিরাজকে দলে রাখা হয়েছে। সব কিছু ঠিক থাকলে শেষ ম্যাচে মাঠে নামতে পারে এই অলরাউন্ডারকে। সিরিজ জয়ের লক্ষ্যে সেরা একাদশ নিয়েই মাঠে নামবে তামিম ইকবাল।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পারিত্যক্ত হওয়ায় সিরিজ ড্র করার আশা বাঁচিয়ে রেখেছে আইরিশরা। তাই শেষ ওয়ানডে টাইগারদের আটকাতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে অ্যান্ডু বালর্বিনির দল। শুরুতে ভালো করেও বাংলাদেশের ব্যাটিং লাইনকে হামাতে পারছেনা আয়ারল্যান্ড। এদিকে দুই ম্যাচের দুটিতেই টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক। রিপোর্ট: সাঈদুর রহমান
 
এসআর/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়