স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশের মেয়েরা। এর ফলে প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল রাশিয়ার মুখোমুখি হওয়ার আগে বাড়তি আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সোমবার (২০ মার্চ) ভুটানের বিপক্ষে প্রথমার্ধে চার গোল করা মেয়েরা দ্বিতীয়ার্ধেও সমান গোলের দেখা পায়। রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার রাশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
আজ খেলার শুরুতেই আক্রমণের পসরা সাজায় বাংলাদেশ। একের পর এক আক্রমণের পর ষোড়শ মিনিটে কাঙিক্ষত গোল পেয়ে যায় বাংলাদেশ। বক্সের ভেতর ভুটানি গোলরক্ষক ছুটে এসে স্লাইড করে আটকাতে চেয়েছিলেন সুরভীকে। কিন্তু তার আগে শট নেন তিনি। দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যাওয়ার আগ মুহূর্তে নিখুঁত টোকায় জাল খুঁজে নেন ফাঁকায় থাকা তৃষ্ণা।
২১তম মিনিটে অধিনায়ক জালে বল জড়ালেও গোল হয়নি অফসাইডের কারণে। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। নুসরাত জাহান মিতুর দারুণ এক পাস পেয়ে বাঁ-প্রান্ত থেকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তৃষ্ণা। ৩৬তম মিনিটে হেডে লক্ষ্যভেদ করেন সুলতানা আক্তার। ৬ মিনিট পর প্রীতির শট বাঁক খেয়ে জালে জড়ালে ব্যবধান বেড়ে হয় ৪-০।
খেলার ৬০তম মিনিটে প্রীতিকে তুলে থুইনু মারমাকে নামান কোচ। নেমেই প্রথম আক্রমণ থেকে গোল করেন এই ফরোয়ার্ড। পূজা দাসের থ্রু পাস এক ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে পেয়ে যান থুইনু। আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন তিনি। দুই মিনিট পর প্রতিপক্ষ ডিফেন্সের ভুলে বল পেয়ে ব্যবধান আরও বাড়ান আরেক বদলি মুন্নি আক্তার।
এরপর সতীর্থের থ্রু পাসে পাওয়া বল নিখুঁত টোকায় গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান থুইনু, কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল। ৬৫তম মিনিটে ব্যবধান কমান প্রিয়া ঘাল্লে।
৭৬তম মিনিটে সাগরিকার উঁচু করে নেওয়া শট ক্রসবার ছুঁয়ে গোলরক্ষকের হাতে লেগে ফেরার পর হেডে লক্ষ্যভেদ করেন থুইনু। ৮৩তম মিনিটে সাগরিকার শট দূরের পোস্টে কাঁপিয়ে ফিরে। দুই মিনিট পর মুন্নির শট গোলরক্ষক গ্লাভসে জমাতে ব্যর্থ হলে আলগা বলে জালে পাঠান সাগরিকা।
এনএইচ