শিরোনাম
◈ নিউইয়র্কে পুলিশ কর্মকর্তা দিদারুলকে মরণোত্তর পদোন্নতি, জানাজায় মানুষের ঢল ◈ ভুটানের লি‌গে খেলছেন ঋতুপর্না চাকমা, এবার অস্ট্রেলিয়ান লিগে খেলার প্রস্তাব পেলেন ◈ জুমার দিন: রহমত, বরকত ও অশেষ সওয়াবের সুবর্ণ সুযোগ ◈ আজীবনের জন্য বাহরাইনে স্থায়ী ব্যবসার ও বসবাসের সুযোগ, মাত্র ৫ দিনার ফিতে! ◈ জুলাই সনদ ঘোষণার দাবিতে আজও শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধারা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা  ◈ সংলাপে পিআর নি‌য়ে উত্তেজনা, হুদা ‘স‌রি’ বলার পর শান্ত এন‌সি‌পি নেতারা (ভিডিও) ◈ বাংলাদেশে নেচে যাওয়া সেই নোয়েল ভারতে গিয়ে আটক হলেন ◈ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনায় ১১ অঞ্চলে ১ নম্বর সতর্ক সংকেত ◈ শার্শায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে সরকারি চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপন সংবাদের ভিত্তিতে শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার আলাউদ্দিন বেদন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা এবং মৃত আবুল কাশেমের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

হাতিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভোররাতে কালাম হাজীর বাড়িতে অভিযান চালায়। পরে সেখান থেকে আলাউদ্দিন বেদনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় তার সঙ্গে থাকা ১৫-২০ জন সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আলাউদ্দিন বেদন বেশ কিছুদিন ধরে জোড়খালী গ্রামে আত্মগোপনে ছিলেন। তিনি ওই গ্রামের নুরুল ইসলামের মেয়ের জামাই।

হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা চলমান রয়েছে। প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই এতদিন আত্মগোপনে ছিলেন। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়