শিরোনাম
◈ ছোট-খাটো বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুৃলোকে বিভেদ সৃষ্টি না করার’ আহ্বান ◈ পূর্বে ছিলো ৫টি সংসদীয় আসন: গাজীপুরের প্রস্তাবিত ৬টি সংসদীয় আসনের এলাকা ◈ কুমিল্লা শিক্ষা বোর্ডে ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংকট, এবার ৪৬৮ কলেজে খালি থাকবে দেড় লক্ষাধিক আসন ◈ চার খাতের সক্ষমতা বাড়াতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন ◈ ‎লালমনিরহাটে হঠাৎ বন্যা, কমতে শুরু করেছে তিস্তার পানি ◈ ভারতের ওপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, দিলেন হুমকিও ◈ সাইবার হামলার ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, জরুরি সতর্কতা বাংলাদেশ ব্যাংকের ◈ বিএনপি অফিসের ভাড়া চাওয়ায় দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ ◈ সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিস্ট: তারেক রহমান ◈ এমপিওভুক্ত পৌনে ৪ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য সুখবর

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরি পেলেন মুশফিক

মুশফিকুর রহিম

নিজস্ব প্রতিবেদক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই ম্যাচে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। সোমবার দ্বিতীয় ম্যাচে তৃতীয় বাংলাদেশি হিসেবে মুশফিকুর রহিম একই মাইলফলকে নাম লেখান। এছাড়াও ক্যারিয়ারের নবম সেঞ্চুরির দেখা পান তিনি। এটি বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে দ্রুততম (৬০ বলে ১০০ রান) সেঞ্চুরীও বটে। এর আগে সাকিব আল হাসান ৬৩ বলে সেঞ্চুরি করে ছিলেন।
 
এদিন ব্যাটে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাটিং করে মুশফিক। আইরিশ বোলারদের বিপাকে ফেলেন তিনি। তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দলকে বড় পুঁজির পথ দেখান তিনি। ৩৩ বলে ফিফটি পূরণ করার পর নতুন রূপ দেখায় এই ডানহাতি ব্যাটার। একের পর এক বাউন্ডারি খেলে সেঞ্চুরির সম্ভাবনা জাগান তিনি।

শেষ ওভারে সেঞ্চুরির জন্য দরকার ছিলো ৯ রান। প্রথম বলে ইয়াসির আউট হলে পরের বলে তাসকিন স্ট্রাইক দেন মুশফিককে। পরের বলে অসাধারণ এক স্কুপ শট খেলে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছালে, শেষ বলে সিঙ্গেল নিয়ে ৬০ বলে ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরির দেখা পান মিস্টার ডিপেন্টডেবল। মুশফিকের এমন মারকুটে ইনিংসে ওয়ানডেতে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ করেন বাংলাদেশ। 

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। ওয়ানডেতে দেশের হয়ে এখন পর্যন্ত ২৪৫ ম্যাচে ২২৯ ইনিংস খেলেছেন মুশফিক। এর মধ্যে ৯ সেঞ্চুরির সঙ্গে ৪৩টি হাফসেঞ্চুরি করেছেন এই উইকেটকিপার ব্যাটার। রিপোর্ট: সাঈদুর রহমান

এসআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়