শিরোনাম
◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৬:১৩ বিকাল
আপডেট : ২১ মার্চ, ২০২৩, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

মুশফিকের দ্রুততম সেঞ্চুরী

ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড করলো বাংলাদেশ

৬০ বলে ১০০ রান করেন মুশফিকুর রহিম

নাহিদ হাসান: সিরিজ জিততে সিলেটে আজকের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রানের বড় সংগ্রহ করেছে বাংলাদেশ। এটি টাইগারদের দলীয় সর্বোচ্চ রান। এর আগের ম্যাচেই ৩৩৮ রানের সর্বোচ্চ ইনিংসটি আজ পেরিয়ে গেলো বাংলাদেশ। আয়ারল্যান্ডকে সিরিজে সমতা আনতে করতে হবে ৩৫০ রান।

এদিন বাংলাদেশের জন্য যেন রেকর্ডের ছড়াছড়ি। মুশফিকুর রহিম তার ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরী পুরণ করেন মাত্র ৬০ বলে। এটি তার নবম শতক। এছাড়া তিনি ব্যাক্তিগত ৭০০০ রানের মাইলফলকে পৌছান আজ। এছাড়া লিটন দাস ২০০০ রানের মাইলফলকে পৌছেছেন। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। দশম ওভারের শেষ বলে দলীয় ৪২ রানে তামিম ২৩ রান করে রানআউট হন। এরপর নাজমুল শান্ত ও লিটন দাস বড় পার্টনারশিপ গড়ে তোলেন। দলীয় ১৪৩ রানের মাথায় লিটন দাস ৭০ রান করে আউট হন। এরপর সাকিব ১৭ রান করে সাজঘরে ফেরেন।

দলের ১৯০ রানের মাথায় শান্ত ব্যাক্তিগত ৭৩ রান করে আউট হন। এরপর তরুণ তৌহিদ হৃদয় এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম ১২৮ রানের বড় জুটি গড়ে দলকে বড় সংগ্রহে পৌছে দেন। তৌহিদ হৃদয় ৪৯ রানে ফিরলেও মুশফিকুর রহিম বাকি ব্যাটারদের নিয়ে সাড়ে তিনশ রানের লক্ষ্য আয়ারল্যান্ডকে ছুড়ে দেন। মুশফিক ১০০ রানে অপরাজিত ছিলেন।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়