শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০১:৩১ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৭:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটকীয় জয়ে দ্বিতীয়বার শিরোপা নিজেদের করে নিল লাহোর

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আসরজুড়ে উত্তাপ ছড়ানো ফাইনালও নাটকীয়তার সাক্ষী হলো পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। শনিবার (১৮ মার্চ) শিরোপার লড়াইয়ে মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতান্সের বিপক্ষে ১ রানের রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে শাহিন আফ্রিদির লাহোর কালান্দার্স। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতল ফ্রাঞ্চাইজিটি। আর দুবারই দলটির নেতৃত্বে ছিলেন পাক তারকা পেসার শাহিন আফ্রিদি। 

অবিশ্বাস্য! অকল্পনীয়! এবারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ঘিরে এ বিশেষণগুলোকেও যেন কম বলা হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০-এর বেশি স্কোরকে ঢালভাত বানিয়ে ফেলা টুর্নামেন্টটির ফাইনালও বড় ইনিংসের সাক্ষী হলো। 

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাহোর। প্রথমে ব্যাট করতে নেমে আব্দু্ল্লাহ শফিকের (৬৫) এবং শাহিন আফ্রিদির অপরাজিত ৪৪ রানে ভর করে, হ্যাঁ ঠিকই শুনেছেন পাক তারকা পেসার শাহিনের আগ্রাসী ব্যাটিংয়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ২০০ রানের পুঁজি গড়ে লাহোর কালান্দার্স। 

বড় টার্গেট তাড়া করতে নেমে প্রায় জিতেই যাচ্ছিল রিজওয়ানের মুলতান। তবে ব্যাট হাতে দলকে দুইশর ঘরে নিয়ে যাওয়া শাহিনের এক ওভারেই যেন বদলে যায় দৃশ্যপট। 

শেষ ১৮ বলে ইতিহাস গড়া জয়ের জন্য মুলতানের প্রয়োজন ছিল ৪১ রান। হাতে তখনো ৬ উইকেট। খুব বড় সমীকরণ বলা চলে না অন্তত ব্যাটিং বান্ধব লাহোরের পিচে। এমন সময় বল হাতে তুলে নেন খোদ কাপ্তান শাহিন শাহ আফ্রিদি। প্রথম তিন ওভারে দেদারসে রান বিলিয়ে (৪৫) মাত্র উইকেট তুলে নেওয়া শাহিন ইনিখসের ১৮তম ওভার তথা নিজের কোটার শেষ ওভারে উইকেট তুলে নিলেন তিন তিনটি। রান দিলেন মোটে ৬। এমন কার্যকর ওভারের পর দ্বিতীয় শিরোপার দৌড়ে এগিয়ে যায় লাহোর। সমীকরণ কঠিন হয়ে দাঁড়ায় মুলতানের জন্য। 

তবে ম্যাচের ১৯তম ওভারে পাক সেনসেশন হারিস রউফকে পিটিয়ে এক ওভারেই দুই চার ও দুই ছক্কায় ২২ রান তুলে নেন মুলতান সুলতান্সের দুই ব্যাটার খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। 

এমন ঝোড়ো ওভারের পর আবারো ম্যাচ হেলে পড়ে মুলতানের দিকে। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১৩ রান। 

তবে তরুণ বোলার জামান খানের করা ওভারটিতে প্রথম পাঁচ বলে ৯ রান তুলতে পারে মুলতান। শেষ বলে সমীকরণ দাঁড়ায় ৪রান। খুশদীলের ব্যাটে ডাবলস নিতে পারলেও তৃতীয় রান নিতে গিয়ে রানআউট হন এই ব্যাটার। ১৯৯ রানে থামে মুলতান সুলতান্সের ইনিংস। ফাইনালের মতো ফাইনালে ১ রানের নাটকীয় জয় পায় শাহিন আফ্রিদিরা।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়