শিরোনাম
◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা  ◈ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, চালক নিহত ও আহত ১২ ◈ আনুপাতিক ভোটপদ্ধতি ‘ফ্যাসিবাদের পথ সুগম করবে’: রিজভী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:০৯ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিশ্বকাপ সমর্থন নিয়ে যা বললেন মেসি

লিওনেল মেসি

রিয়াদ হাসান: ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও এ দেশীয় সমর্থকরা ছিল বিশ্ব মিডিয়ার আলোচনায়। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন শুরু হয় ডিয়াগো ম্যারাডোনা খেলা দেখে। বর্তমানে লিওনেল মেসির কারণেই দলটির প্রতি এমন সমর্থন। আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা ছুয়ে গেছে আর্জেন্টাইনদের। 

বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলা উপভোগ এবং আর্জেন্টিনা সমর্থনে গলা ফাটানোর ব্যাপারটি ভালোভাবে নজরে আসে তাদের। ভৌগোলিকভাবে দুই দেশের দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। আর্জেন্টাইন ফুটবলের প্রতি ভালোবাসা যেন সে দূরত্ব কমিয়ে দিয়েছে।

দেশটির বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই দেশের মানুষের ভালোবাসার বিষয়টি। ব্যাপারটিতে আর্জেন্টাইনরা এতটা আপ্লুত যে দেশটির রাজধানী বুয়েন্স আইরেসে বাংলাদেশের জাতীয় পতাকা উড়তে দেখা যায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যমে বাংলাদেশের ফুটবল সমর্থন নিয়ে খবর প্রকাশ করা হয়েছিল। 
টুইটারে বাংলাদেশের ফুটবল উন্মাদনার ছবিও প্রকাশ করেছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। এ ছাড়া মেসিদের কোচ লিওনেল স্ক্যালোনিও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে কে বিশ্বকাপ নিয়ে এক সাক্ষাৎকার দিয়েছেন মেসি। তাতে অকপটে বাংলাদেশের ভক্তদের কথা বলেছেন ফুটবলের এ খুদে জাদুকর।

মেসি বলেন, আমি দেখেছি, সেখানে (বাংলাদেশে) সব জায়গায় ১০ নম্বর জার্সি ছিল। ফাইনাল ম্যাচের আগে বিষয়টি আমি দেখেছি। আমাকে এ বিষয়ে সোফি (আর্জেন্টিনার সাংবাদিক) বলেছে। পৃথিবীর সব জায়গায় মেসির ১০ নম্বরের জার্সি ছড়িয়ে পড়তে দেখে আমার খুবই ভালো লেগেছে। বিশ্বকাপের সময় আমরা আরও দেখেছি পুরো বিশ্বের ভক্তরা আমাদের উৎসাহ দিয়েছে। গ্যালারি ভর্তি করে উল্লাস করেছে। বিষয়গুলো খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।

বাংলাদেশের ফুটবলপ্রেম দেখে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনও (ফিফা) অবাক হয়েছিল। টুইটারে সংস্থাটিও এখানকার ফুটবল উন্মাদনা তুলে ধরেছিল।

আরএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়