শিরোনাম
◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৪২ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকাকে আইসিসির আর্থিক জরিমানা

আফ্রিকা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটারদের। গত বুধবার কিম্বার্লিতে বুধবারের ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করে দক্ষিণ আফ্রিকা। পরদিন স্বাগতিক ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি।

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির। সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। - ক্রিকইনফো

ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করে নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বাভুমা। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ৫৯ রানে হারে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ৩৪৬ রান তাড়া করতে গিয়ে তারা থামে ২৮৭ রানে। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে প্রোটিয়ারা।

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। 

স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্ব মঞ্চে। আট নম্বরে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ খেলা শেষ। আর ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে শ্রীলঙ্কা।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়