শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের নির্বাচক কমিটিতে সাবেক তিন ক্রিকেটার

পিসিবি

স্পোর্টস ডেস্ক: সাবেক তিন ক্রিকেটারকে নিয়ে ঘোষিত হলো পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি। পাকিস্তান জাতীয় ক্রিকেট দল এবং অনূর্ধ্ব-১৯ দলের জন্য পৃথক পৃথক দুটি নির্বাচক কমিটি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই কমিটিতেই আছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। বুধবার (১ ফেব্রুয়ারি) এই কমিটি ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পাকিস্তান।

কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন হারুন রশিদ। জাতীয় দল নির্বাচনে কামরান আকমল ছাড়াও জায়গা পেয়েছেন পেসার মোহাম্মদ সামি ও ওপেনিং ব্যাটার ইয়াসির হামিদ। চ্যানেল ২৪

কামরান আকমল জাতীয় দল নির্বাচনের থাকলেও বাড়তি একটি দায়িত্ব দেয়া হয়েছে তার কাধে। অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে চেয়ারম্যানের পদে রাখা হয়েছে সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারকে। যেখানে আরো আছেন তৌসিফ আহমেদ, আরশাদ খান, শহীদ নাজির এবং শোয়েব খান।

নতুন নির্বাচক কমিটি নিয়ে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি বলেন, এই নির্বাচক কমিটি এমন ব্যক্তিদের নিয়ে গঠন করা যারা দশকজুড়ে পাকিস্তান ক্রিকেটের সেবা করেছেন। তারা জানেন আধুনিক খেলার চাহিদা। আমি নিশ্চিত দল নির্বাচন মেধার বিচারে হবে এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নেবার মিশনে সাহায্য করবে।
লাহোরে জন্মগ্রহণকারী আকমল ২৬৮টি, করাচিতে জন্মগ্রহণকারী মোহাম্মদ সামি ১৩৬টি এবং পেশোয়ারের ইয়াসির হামিদ পাকিস্তানের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

পুরুষ জাতীয় দল নির্বাচন কমিটি: হারুন রশিদ (চেয়ারম্যান), কামরান আকমল, মোহাম্মদ সামি ও ইয়াসির হামিদ।

অনূর্ধ্ব-১৯ দল নির্বাচন কমিটি: কামরান আকমল (চেয়ারম্যান), তৌসিফ আহমেদ, আরশাদ খান, শহীদ নাজির ও শোয়েব খান। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়