শিরোনাম
◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫৫ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শক্তি বৃদ্ধি করতে সিলেট স্ট্রাইকার্স দলে দুই বিদেশি

মোহাম্মদ ইরফান- গুলবাদিন নাইব

রিয়াদ হাসান: বিপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। সদ্যই ঘরের মাঠে নিজেদের মিশন শেষ করেছে তারা। প্লে-অফ পর্বের আগে ঢাকায় আরও দুটি লিগ ম্যাচ খেলবে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন দল। বিপিএলে শিরোপার স্বাদ না পাওয়া সিলেট চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দলে আরও শক্তি বাড়াচ্ছে। তাই পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে যুক্ত করেছে সিলেট ফ্রাঞ্চাইজি।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিপিএলের নবম আসরে খেলার জন্য সিলেট স্ট্রাইকার্সে যোগ দেন পাকিস্তানি তারকা ক্রিকেটার মুহাম্মদ ইরফান এবং আফগানিস্তানের গুলবাদিন নায়েব। দুজনের একসঙ্গে তোলা ছবি দিয়ে সিলেট ক্যাপশনে লিখেছে, পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান ও আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইব যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে। তাদের উপস্থিতি আরো শক্তিশালী করে তুলবে দলকে। বেলা গড়াতে ইরফান টুইটারে বিমান থেকে তোলা ছবি দিয়ে বাংলাদেশে রওনা দেওয়ার খবর জানান ভক্তদের। প্লেয়ারস ড্রাফট থেকে গুলবাদিনকে দলে ভেড়ায় সিলেট। আর টুর্নামেন্টের মাঝে সরাসরি চুক্তিতে ইরফান নাম লেখান মাশরাফী বিন মোর্ত্তজাদের দলে।

এবার ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলে ৮টিতেই জিতেছে সিলেট। ফলে ৯ ম্যাচে ৬ জয় তোলা ফরচুন বরিশালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষে অবস্থান করছে মুশফিক-রুবেল হোসেনরা।

সিলেট স্টাইকার্স দল:

সরাসরি চুক্তিতে: মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ আমির (পাকিস্তান), মোহাম্মদ হারিস (পাকিস্তান), রায়ান বার্ল (জিম্বাবুয়ে), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), ধনঞ্জয়া ডি সিলভা (শ্রীলঙ্কা), থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইরফান (পাকিস্তান)।

ড্রাফট থেকে দেশি: মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলি, মোহাম্মদ শরিফুল্লাহ, তানজিম হাসান সাকিব।

ড্রাফট থেকে বিদেশি : টম মুরস, গুলবাদিন নাইব।

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়