শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচ চন্ডিকা হাতুরুসিংহের যোগ্য সহকারি খুঁজছে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ সাদা এবং লাল বলে ভিন্ন ভিন্ন প্রধান কোচের তত্ত্বে ছিল (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) বিসিবি। তবে এবার সেই জায়গা থেকে সরে এসেছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। মূলত হাতুরুর চাওয়াতেই আবারও তিন ফরম্যাটের ক্রিকেটেই এক কোচের তত্ত্বে ফিরে যাচ্ছে বাংলাদেশ। সেক্ষেত্রে অবশ্য একজন সহকারী কোচ নিয়োগ দেবে বিসিবি। - ক্রিকফ্রেঞ্জি

হাতুরুর সহকারী হিসেবে কাজ করতে আগ্রহী বেশ কয়েকজনের সঙ্গে ইতোমধ্যেই আলোচনা করেছে বিসিবি। এরই মধ্যে প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজও শেষ। আগামী মাসের শেষের দিকে সেই প্রার্থীরা সাক্ষাৎকার দিতে বাংলাদেশে আসবে।

এ প্রসঙ্গে পাপন বলেন, আমরা একজন সহকারী কোচও নিয়োগ দিবো, এই তালিকায় ৫জন আছে। এর মাঝে উপমহাদেশের ৩জন। তারা ২৫ ফেব্রুয়ারির তারিখের মাঝে দেশে এসে সাক্ষাৎকার দিবে।

এদিকে হাতুরুকে তিন ফরম্যাটের জন্য বাংলাদেশের প্রধান কোচ করা হয়েছে। তাই নিশ্চিতভাবেই বলা যায়, শ্রীধরন শ্রীরামের সঙ্গে চুক্তি বাড়াবে না বিসিবি। তবে গুঞ্জন আছে, শ্রীরামকে সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে রাখতে চায় বিসিবি। কিন্তু এই ভারতীয় কোচ তাতে রাজি না।

এদিকে আজই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন হাতুরুসিংহে। এর আগেও বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন হাতুরু। তাই এই পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। গত ২০১৪ সালের মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের কোচের দায়িত্ব পেয়েছিলেন তিনি। প্রথম মেয়াদে তিনি স্থায়ী হয়েছিলেন প্রায় ৩ বছর। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়