স্পোর্টস ডেস্ক: লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল সিদ্ধান্ত নিয়েছে নিজ মহাদেশের বাইরে কোপা আমেরিকা আয়োজনের। ২০২৪ সালে প্রতিযোগিতাটি বসবে কনকাকাফ অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্রে। কনমেবল ও কনকাকাফ ফেডারেশন গত শুক্রবার বিষয়টি জানিয়েছে।
লাতিন আমেরিকার শীর্ষ এই প্রতিযোগিতার পরের আসরে ভিন্নতা থাকবে অংশগ্রহণকারী দেশগুলোর তালিকাতেও। টুর্নামেন্টে কনকাকাফ (উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান) অঞ্চল থেকে ছয়টি আমন্ত্রিত দলও অংশ নেবে। - গোল ডটকম
এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এর আগে হয়েছিল ২০১৬ সালে, সেবারও ছয়টি কনকাকাফ দেশ অংশগ্রহণ করেছিল। এছাড়া কনকাকাফ অঞ্চলের ২০২৪ সালের উইমেন’স গোল্ড কাপে আমন্ত্রণ জানানো হবে দক্ষিণ আমেরিকার চারটি দেশকে। এটিও হবে যুক্তরাষ্ট্রে।
কনমেবল ও কনকাকাফ ২০২৪ সালে দুই মহাদেশের চারটি ক্লাব নিয়ে একটি টুর্নামেন্টের পরিকল্পনাও ঘোষণা করেছে। দুই অঞ্চলের প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস ও কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগের মাধ্যমে দুটি করে দল এতে খেলার সুযোগ পাবে। ২০২১ সালে হওয়া কোপা আমেরিকার সবশেষ আসরে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এলআরবি/এনএইচ
আপনার মতামত লিখুন :