শিরোনাম
◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ভারতের মধ্যপ্রদেশে রামনবমীর পুজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত ১৩ ◈ রোজা-ঈদ ঘিরে অপরাধ দমন জোরদারে আইজিপির নির্দেশ ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়: প্রশ্ন তথ্যমন্ত্রীর ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে শুনেছি: স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:৩২ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচকদের গাঙ্গুলি, বিশ্বকাপ জিততে চাইলে রোহিতকে অধিনায়ক রেখে দাও

সৌরভ গাঙ্গুলি-রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: বছরের শেষে ভারতের মাটিতে বসবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দল। ভারতও মহাযজ্ঞের জন্য তৈরি হতে শুরু করেছে। ২০১১ সালের পর আর কোনও বিশ্বকাপ জেতেনি ভারত। ফের দেশের মাটিতে কাপ জিততে মরিয়া রোহিত শর্মার দল। সদ্য সমাপ্ত ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন রাহুল দ্রাবিড়ের ছেলেরা। হিন্দুস্তানটাইমস

এই বিশ্বকাপে ভারত যে অন্যতম ফেভারিট তা অনেকেই বলেছেন। কয়েক দিন আগেই প্রাক্তন বিসিসিআই সভপাতি সৌরভ গাঙ্গুলি জানিয়ে দেন, এই বিশ্বকাপে ভারত তার ফেভারিট দল। ফের একবার ভারতকে এগিয়ে রাখলেন মহারাজ। শুধু তাই নয়, বেশ কিছু পরামর্শও দিলেন তিনি।

এই বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা সে বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই ভারতীয় দল অনেকটাই শক্তিশালী। আসলে ভারতীয় দল দুর্বল হতে পারে না। কারণ, ভারতে অনেকেই ক্রিকেট খেলে কিন্তু তার মধ্যে সব থেকে সেরারাই দলে সুযোগ পায়। প্রতিযোগিতা খুব বেশি, ফলে সবার সুযোগ পাওয়ার কথা না। এই দলটাই বিশ্বকাপ খেলুক। আমি চাই ভারতের নির্বাচকমণ্ডলী ও রাহুল যেন এই দলটাকেই রাখে। বিশেষ করে রোহিতকে অধিনায়ক রাখা হোক। রোহিত ভালো অধিনায়ক। বিশ্বকাপে বেশি চিন্তা করলে হবে না। ওদের ভালো খেলতে হবে।

২০১৩ সাল থেকে ভারত কোনও আইসিসি ট্রফি জেতেনি। বিশ্বকাপে জেতার কতটা সম্ভাবনা রয়েছে তা জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন, এই দলটা খুব ভালো। ওদের শুধু শান্ত হয়ে খেলতে দিতে হবে। নিজেদের শান্ত থাকতে হবে। দলের প্রত্যেক ক্রিকেটার ভালো। এই দলে শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামিরা থাকবে। দলটা খুব শক্তিশালী হবে। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়