শিরোনাম
◈ জাতীয় রাজস্ব বোর্ড যে কারণে দুই ভাগ করলো সরকার ◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:২৪ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

টি-টোয়েন্টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত এক দিনের সিরিজ জিতলেও একই দলের বিরুদ্ধে হার দিয়ে শুরু হলো রোহিত শর্মার টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার রাঁচিতে প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ২১ রানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে ঝড় তুলেন নিউজিল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার ফিন অ্যালন ও ডেভন কনওয়ে। ৪.২ ওভারে দলীয় ৪৩ রানে ওয়াশিংটন সুন্দরের বলে অ্যালনের বিদায়ে ভাঙে এই জুটি। সাজঘরে ফেরার আগে ২৩ বলে ৩৫ রান করেন এই ওপেনার।

এরপর সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে শূন্য রানে চ্যাপম্যান বিদায়ের পর গ্লেন ফিলিপসকে নিয়ে ৪৭ বলে ৬০ রানের জুটি গড়েন কনওয়ে। দলীয় ১০৩ রানে ফিলিপস আউট ২২ বলে ১৭ রান করে ফিরে যান। তার বিদায়ে উইকেটে আসেন ড্যারেল মিচেল। দলীয় ১৩৯ রানে ৩৫ বলে ৫২ রান করে আউট হন কনওয়ে। যার মধ্যে ছিল একটি ছক্কা ও সাতটি চারের মার।

শেষ দিকে ৩০ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় অপরাজিত ৫৯ রান করেন মিচেল। তাতে ভর করে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৭৬ রান। ভারতের পক্ষে বোলিংয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন ওয়াশিংটন সুন্দর। এছাড়া কুলদ্বীপ যাদব, আর্শদ্বীপ সিং ও শিভাম মাভি একটি করে উইকেট নেন।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটার ঈশান কিষান (৪), শুভমন গিল (৭) এবং রাহুল ত্রিপাঠীর (০) উইকেট হারায় ভারত। এরপর দলের প্রাথমিক চাপ সামাল দেন সুরিয়া কুমার যাদব এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। এই দুই ব্যাটার চতুর্থ উইকেট জুটিতে ৬৮ রান যোগ করেন।

তবে দলীয় ৮৩ রানে ব্যক্তিগত ৪৭ রানে লেগ স্পিনার ইশ সোদির বলে ফিন অ্যালনকে ক্যাচ দিয়ে ফেরেন সুরিয়া। এরপর ২১ রানে সাজঘরে ফিরলে ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়