স্পোর্টস ডেস্ক: ইংলিশ লিগের অন্যতম শক্তিশালী দল ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচ বছরের বেশি সময় ধরে কোনো শিরোপা জিতেনি। এবার দলটি চলতি মৌসুমে চারটি প্রতিযোগিতার লড়াইয়ে টিকে আছে। দলটির দীর্ঘ শিরোপা খরা কাটানোর ব্যাপারে আশাবাদী কোচ এরিক টেন হাগ।
২০১৭ সালে জোসে মরিনিয়োর কোচিংয়ে সবশেষ শিরোপার স্বাদ পেয়েছিল ইউনাইটেড। সেবার ইউরোপা লিগ ও লিগ কাপ জিতেছিল দলটি। এরপর থেকে কেবল ব্যর্থতাই সঙ্গী তাদের। টেন হাগের হাত ধরে চলতি মৌসুমে ভালো কিছুর আশায় ইউনাইটেড। ইংল্যান্ডের একমাত্র ক্লাব হিসেবে এই মৌসুমে এখন চারটি প্রতিযোগিতায় (প্রিমিয়ার লিগ, লিগ কাপ, এফএ কাপ ও ইউরোপা লিগ) লড়ছে ম্যানচেস্টারের ক্লাবটি। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এসএ