শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাসরুদ্ধকর ম্যাচে সিলেটের কাছে হারলো বরিশাল

সিলেটের উদযাপন

নাহিদ হাসান: পুরো ম্যাচ জুড়ে উভয় দলই লড়াই করেছে সমানে সমান। তবে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে তারা। ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

বিপিএলের ২৩ তম ম্যাচে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রান করে সিলেট। শুরুতে ওপেনার জাকির হাসান কোনো রান না করেই বিদায় নেন। এরপর তৌহিদ হৃদয় ৪ রান ও মুশফিকুর রহিমও গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও টম মরিস ৮১ রানের জুটি গড়েন। ৪০ রান করে বিদায় নেন মরিস। অপরপ্রান্তে শান্ত সেঞ্চুরি না পেলেও ৮৯ অপরাজিত থাকেন। শেষ দিকে থিসারা পেরেরা করেন ২১ রান। ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট।

বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১ করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করেছিল বরিশাল। ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফেরেন নবাগত তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে। এনামুল হক বিজয়কেও দ্রুত ফিরিয়েছেন তানজিম। এরপর উল্লেখযোগ্য ইবরাহিম জাদরান ৪২, সাকিব ২৯, করিম জানাত ২১ ও ইফতিখার ১৭ রান করে আউট হন। মিরাজ ও মাহমুদুল্লাহ ৭ রান করে সাজঘরে ফেরেন।

শেষপর্যন্ত ১৭১ রান করে থেমে বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রাজা ৩ টি, তানজিম সাকিব ও মোহাম্মদ আমির ২ টি করে উইকেট নেন। হাফসেঞ্চুরি (৮৯) রান করে ম্যাচসেরা হন নাজমুল হোসেন শান্ত।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়