শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাসরুদ্ধকর ম্যাচে সিলেটের কাছে হারলো বরিশাল

সিলেটের উদযাপন

নাহিদ হাসান: পুরো ম্যাচ জুড়ে উভয় দলই লড়াই করেছে সমানে সমান। তবে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে তারা। ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

বিপিএলের ২৩ তম ম্যাচে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রান করে সিলেট। শুরুতে ওপেনার জাকির হাসান কোনো রান না করেই বিদায় নেন। এরপর তৌহিদ হৃদয় ৪ রান ও মুশফিকুর রহিমও গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও টম মরিস ৮১ রানের জুটি গড়েন। ৪০ রান করে বিদায় নেন মরিস। অপরপ্রান্তে শান্ত সেঞ্চুরি না পেলেও ৮৯ অপরাজিত থাকেন। শেষ দিকে থিসারা পেরেরা করেন ২১ রান। ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট।

বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১ করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করেছিল বরিশাল। ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফেরেন নবাগত তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে। এনামুল হক বিজয়কেও দ্রুত ফিরিয়েছেন তানজিম। এরপর উল্লেখযোগ্য ইবরাহিম জাদরান ৪২, সাকিব ২৯, করিম জানাত ২১ ও ইফতিখার ১৭ রান করে আউট হন। মিরাজ ও মাহমুদুল্লাহ ৭ রান করে সাজঘরে ফেরেন।

শেষপর্যন্ত ১৭১ রান করে থেমে বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রাজা ৩ টি, তানজিম সাকিব ও মোহাম্মদ আমির ২ টি করে উইকেট নেন। হাফসেঞ্চুরি (৮৯) রান করে ম্যাচসেরা হন নাজমুল হোসেন শান্ত।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়