শিরোনাম
◈ ১ লাখ সেনাসদস্য, উন্নত ইন্টারনেট ও বিদ্যুৎ নিশ্চিতে উদ্যোগ, ভোট গণনায় বিলম্বের আশঙ্কা ◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাসরুদ্ধকর ম্যাচে সিলেটের কাছে হারলো বরিশাল

সিলেটের উদযাপন

নাহিদ হাসান: পুরো ম্যাচ জুড়ে উভয় দলই লড়াই করেছে সমানে সমান। তবে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে তারা। ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

বিপিএলের ২৩ তম ম্যাচে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রান করে সিলেট। শুরুতে ওপেনার জাকির হাসান কোনো রান না করেই বিদায় নেন। এরপর তৌহিদ হৃদয় ৪ রান ও মুশফিকুর রহিমও গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও টম মরিস ৮১ রানের জুটি গড়েন। ৪০ রান করে বিদায় নেন মরিস। অপরপ্রান্তে শান্ত সেঞ্চুরি না পেলেও ৮৯ অপরাজিত থাকেন। শেষ দিকে থিসারা পেরেরা করেন ২১ রান। ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট।

বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১ করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করেছিল বরিশাল। ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফেরেন নবাগত তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে। এনামুল হক বিজয়কেও দ্রুত ফিরিয়েছেন তানজিম। এরপর উল্লেখযোগ্য ইবরাহিম জাদরান ৪২, সাকিব ২৯, করিম জানাত ২১ ও ইফতিখার ১৭ রান করে আউট হন। মিরাজ ও মাহমুদুল্লাহ ৭ রান করে সাজঘরে ফেরেন।

শেষপর্যন্ত ১৭১ রান করে থেমে বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রাজা ৩ টি, তানজিম সাকিব ও মোহাম্মদ আমির ২ টি করে উইকেট নেন। হাফসেঞ্চুরি (৮৯) রান করে ম্যাচসেরা হন নাজমুল হোসেন শান্ত।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়