শিরোনাম
◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:১৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ০৬:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাসরুদ্ধকর ম্যাচে সিলেটের কাছে হারলো বরিশাল

সিলেটের উদযাপন

নাহিদ হাসান: পুরো ম্যাচ জুড়ে উভয় দলই লড়াই করেছে সমানে সমান। তবে শেষ হাসি হেসেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সাকিবের ফরচুন বরিশালকে ২ রানে হারিয়েছে তারা। ম্যাচ গড়িয়েছে শেষ বল পর্যন্ত।

বিপিএলের ২৩ তম ম্যাচে মঙ্গলবার (২৪ জানুয়ারি) মিরপুরে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৭৩ রান করে সিলেট। শুরুতে ওপেনার জাকির হাসান কোনো রান না করেই বিদায় নেন। এরপর তৌহিদ হৃদয় ৪ রান ও মুশফিকুর রহিমও গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও টম মরিস ৮১ রানের জুটি গড়েন। ৪০ রান করে বিদায় নেন মরিস। অপরপ্রান্তে শান্ত সেঞ্চুরি না পেলেও ৮৯ অপরাজিত থাকেন। শেষ দিকে থিসারা পেরেরা করেন ২১ রান। ৫ উইকেট হারিয়ে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট।

বরিশালের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসান এবং কামরুল ইসলাম রাব্বি নেন ১ করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো করেছিল বরিশাল। ৩১ রানের ঝোড়ো ইনিংস খেলে সাইফ ফেরেন নবাগত তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে। এনামুল হক বিজয়কেও দ্রুত ফিরিয়েছেন তানজিম। এরপর উল্লেখযোগ্য ইবরাহিম জাদরান ৪২, সাকিব ২৯, করিম জানাত ২১ ও ইফতিখার ১৭ রান করে আউট হন। মিরাজ ও মাহমুদুল্লাহ ৭ রান করে সাজঘরে ফেরেন।

শেষপর্যন্ত ১৭১ রান করে থেমে বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রাজা ৩ টি, তানজিম সাকিব ও মোহাম্মদ আমির ২ টি করে উইকেট নেন। হাফসেঞ্চুরি (৮৯) রান করে ম্যাচসেরা হন নাজমুল হোসেন শান্ত।

এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়