শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৩, ০১:৪১ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৩, ১০:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাত পাকে বাঁধা পড়লেন তারকা ক্রিকেটার রাহুল

আথিয়া শেঠি- কে এল রাহুল

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সঙ্গে বলিউডের আরও একটি জুটি দেখলো বিশ্ব। সোমবার (২৩ জানুয়ারি) সাত পাকে বাঁধা পড়লেন ভারতের ক্রিকেটার কে এল রাহুল। দীর্ঘ দিনের প্রেমিকার (বলিউড অভিনেত্রী আথিয়া শেঠি) সঙ্গে অবশেষে মেলবন্ধন হল ভারতের তারকা ক্রিকেটারের। ভারত বার্তা

সোমবার বিকালে সুনীল আর তার ছেলে অহন শেট্টি বাড়ি থেকে বেরিয়ে এসে মিষ্টিমুখ করান বাইরে উপস্থিত ফটো সাংবাদিকদের। সুনীল জানান, তিনি এ বার আইনত শ্বশুরমশাই হলেন। পারিবারিকভাবে অসাধারণ অনুষ্ঠান হয়েছেছে কিন্তু ছোট পরিসরে।

অবশেষে প্রেমিকের গলায় মালা বলদ করলেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি। সুনীল শেঠির খান্ডালা ফার্মহাউজে পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিয়ের অনুষ্ঠান সারলেন রাহুল-আথিয়া। বেশ কয়েক জন বলিউড তারকাকে বিয়ের আসরে প্রবেশ করতে দেখা যায়। আথিয়া-রাহুলের বিয়েতে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা মাত্র ১০০ জন। জানা যায়, কয়েক সপ্তাহ পরে রিসেপশনের অনুষ্ঠান আরও বড় করে হবে।

নিউজিল্যান্ড সিরিজ থেকে ছুটি নিয়েই জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করলেন কে এল রাহুল এবং আথিয়া শেঠি। 

গোপনীয়তা সত্ত্বেও বিয়ের মণ্ডপ থেকে বর-কনের ছবি প্রকাশ্যে আসে। বিয়ের ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী। তাদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে শুভেচ্ছায় ভরে গেছে বলিউড অভিনেত্রীর টাইমলাইন। বিনোদনের নক্ষত্রদের মধ্যে আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, ইশা গুপ্তা, কৃতি স্যানন, রিয়া চক্রবর্তী, ভূমি পেডনেকর, রকুল প্রীত সিং, পরিণীতি চোপড়া, অনন্যা পাণ্ডে সহ শুভেচ্ছা জানিয়েছেন আরও অনেক তারকা। রিপোর্ট: রিয়াদ হাসান

আরএইচ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়