শিরোনাম

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ১১:৫৭ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইব্রেকারে জাপানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া

সাদেক আলী:  বিশ্বকাপে জাপান রীতিমতো জায়ান্ট কিলার রূপেই দেখা দিয়েছিল। জার্মানিকে হারিয়ে শুরু, এরপর স্পেনকে হারিয়ে মৃত্যুকূপ থেকে রীতিমতো গ্রুপের সেরা হয়েই নকআউটে এসেছিল নীল সামুরাইরা। ক্রোয়েশিয়াকেও দারুণ চোখরাঙানিই দিচ্ছিল হাজিমে মরিয়াসুর দল, এগিয়ে গিয়েছিল শুরুতেই।

কিন্তু জাপান ও ক্রোয়েশিয়ার ম্যাচটি ১-১ এ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও কোনো দল গোল আদায় করতে না পারায় এবারের বিশ্বকাপে প্রথমবারের মত টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

সোমবার (০৫ ডিসেম্বর) টাইব্রেকারে জাপানকে ৩-১ ব্যবধানে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে গেল গতবারের রানার্সআপ দল ক্রোয়েশিয়া।

জাপানের নেওয়া চারটি শটের তিনটিই রুখে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। অন্যদিকে ক্রোয়েশিয়ার নেওয়া চারটি শটের তিনটি থেকে গোল করেন যথাক্রমে নিকোলা ভ্লাসিক, মার্সেলো ব্রোভিচ ও মারিও প্লাসিক। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়