শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২২, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোলামেলা পোশাক পরতে না পারায় ইভানার ক্ষোভ

ইভানা

এ্যানি আক্তার: কাতারে অনুষ্ঠিত হওয়ায় এবারের বিশ্বকাপকে ঘিরে রক্ষণশীল বিধানের বেড়াজালে পড়েছেন দলগুলোর স্টাফ, খেলোয়াড়, দর্শক-সমর্থকরা। বিশ্বকাপ শুরুর আগেই যে কয়েকটি বিষয়ে সতর্ক করেছে কাতার কর্তৃপক্ষ, তার মধ্যে অন্যতম একটি হলো অশালীন পোশাক পরা যাবে না। ডেইলি মেইল

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘আবেদনময়ী’উপাধি পাওয়া ইভানা নল। ক্রোয়েশিয়ার এই ডাইহার্ড ফ্যান একজন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া। কাতার বিশ্বকাপ নিয়ে তার ক্ষোভের মূল কারণ, দেশটিতে যথেষ্ট খোলামেলা পোশাক পরতে পারছেন না তিনি। 

২০১৮ বিশ্বকাপে খোলামেলা পোশাক পরে দারুণ আলোচনায় ছিলেন ইভানা নল। কিন্তু এবার তা না পারায় হতাশা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাই বলে কাতারে তিনি খুব শালীন পোশাক পরে ঘুরছেন, তেমনটাও বলা যাবে। বুধবার(২৩ নভেম্বর) মরক্কোর বিপক্ষে নিজ দলকে সমর্থন করতে মাঠে ছিলেন ইভানা। সেখানে তিনি ক্রোয়েশিয়ার পতাকা আঁকা পোশাক পরেছেন। সেই পোশাক তুলনামূলকভাবে শালীন মনে হলেও কাতার কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে, তা অনুসরণ করা হয়নি বলে মনে করা হচ্ছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কাতার বিশ্বকাপকে ‘ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে খারাপ আয়োজন’ বলে আখ্যা দিয়েছেন সাবেক এই মিস ক্রোয়েশিয়া। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এমন সার্কাস দেখতে কোনো মানুষের কাতারে আসা উচিত নয়!’

কাতার বিশ্বকাপে মাঠ মাতাতে আসার কিছুদিন আগে বিকিনি পরা একটি ছবি শেয়ার দিয়ে ইভানা নল ক্যাপশনে লিখেছিলেন, কাতারে গিয়ে আমি কীভাবে পোশাক পরব? সেখানে এসে একজন কমেন্ট করেছেন, কাতারিরা তোমাকে তালা মেরে রাখবে! সম্পাদনা: খালিদ আহমেদ

এএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়