শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২২, ০৫:০৯ বিকাল
আপডেট : ১৮ নভেম্বর, ২০২২, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাত্রের আদলে বানানো কাতারের লুসাইল স্টেডিয়াম

কাতারের লুসাইল স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক: গ্রেটেস্ট শো অন অর্থ খ্যাত বিশ্বকাপ ফুটবল রোববার মুরুর দেশ কাতারে শুরু হচ্ছে। বাংলাদেশ সময় রাত ১০টায় স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই আসর। খেলা অনুষ্ঠিত হবে ঝিনুকের আকৃতির আল বাইত স্টেডিয়ামে।

এদিকে আরব সংস্কৃতির ছোয়ায় লেপ্টে থাকা নয়নাভিরাম এক ভেন্যু লুসাইল স্টেডিয়াম। বিভিন্ন শিল্পকর্মের আলংকারিক নকশায় সাজানো এই ভেন্যু নজর কাড়বে যে কারো। ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালের মতো টুর্নামেন্টের সেরা দলগুলো লড়বে এই ভেন্যুতেই। রাজধানী দোহা থেকে প্রায় ২৩ কিলোমিটার উত্তরে অবস্থিত এ লুসাইল স্টেডিয়াম। গাড়ি কিংবা মেট্রোযোগে সহজেই যাতায়াত করা যাবে সেখানে। বিভিন্ন শিল্পকর্মে সাজানো স্টেডিয়ামটি নজর কাড়বে সবার। ডেইলি সান

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ২০১৭ সালে শুরু হয় ভেন্যুটির নির্মাণ কাজ। ২০২১ সালের ১১ আগস্ট স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটি নির্মাণে খরচ হয়েছে ৭৬৭ মিলিয়ন ডলার। ফানার নামক আরব্য লণ্ঠনের আকৃতিতে তৈরি করা হয়েছে আলোকছটার আয়নাগুলো। মাত্র ২ লাখ জনসংখ্যার শহরটিতে অবস্থিত লুসাইলে খেলা দেখতে পারবে ৮০ হাজার দর্শক। টুর্নামেন্ট শেষ হলে এই স্টেডিয়াম স্কুল, দোকান, ক্যাফে, স্বাস্থ্য ক্লিনিকসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা হবে। যমুনা নিউজ

এক সেমিফাইনালসহ এই মাঠেই অনুষ্ঠিত হবে মোট ১০ ম্যাচ। আগামী ২২ নভেম্বর আর্জেন্টিনা ও সৌদি আরবের ম্যাচ দিয়ে বিশ্বমঞ্চে যাত্রা শুরু হবে স্টেডিয়ামটির। কাতারের সবচেয়ে বড় এই ভেন্যুতেই সোনালি রঙে রঙিন হবে বিশ্বকাপের ট্রফি। সম্পাদনা: এল আর বাদল

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়