স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়ার পরই নেপালের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক কিশোরী। অবশ্য এই ঘটনাটিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন লামিচানে এবং তিনি জানিয়েছেন অভিযোগ মোকাবেলায়ও প্রস্তুত আছেন তিনি। ক্রিকফ্রেঞ্জি
সম্প্রতি টুইটারে করা একটি পোস্টে লামিচানে লিখেছেন, আমি নির্দোষ এবং নেপালের আইনের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখি। সিদ্ধান্ত নিয়েছি সিপিএল থেকে ছুটি নিয়ে কয়েক দিনের মধ্যে দেশে ফিরব। সব কটি ভিত্তিহীন অভিযোগের মোকাবিলা করতে আমি প্রস্তুত।
এর আগে ঐ কিশোরী লামিচানের বিরুদ্ধে মামলা দায়ের করার পর, ধর্ষণের অভিযোগের মামলা নথিভুক্ত হলে গত ৯ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেপাল পুলিশ। একইসঙ্গে নিজেদের তখনকার অধিনায়ককে নিষিদ্ধও করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।
সামাজিক যোগযোগ মাধ্যমে করা আর একটি পোস্টে লামিচানে বলেন, পুরো ঘটনা মানসিকভাবে আমাকে ধাক্কা দিয়েছে, একইসঙ্গে শারীরিকভাবে দুর্বল করে দিয়েছে। মানসিক চাপ ও অসুস্থ শরীরে আমি নিজেকে আইসোলেশনে রাখি। এই অভিযোগ আমাকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে, আমি ভারসাম্যহীন অবস্থায় পড়ে গিয়েছি। রিপোর্ট: মাকসুদ রহমান