শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:০২ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৮:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমান নারী ক্রিকেট দলের আত্মপ্রকাশ, অধিনায়ক রাউজানের সৈয়দা হেয়াম

ওমান নারী ক্রিকেট দলের অধিনায়ক রাউজানের সৈয়দা হেয়াম

ফোরকান মাহমুদ, ওমান: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে প্রথম বারের মত বাংলাদেশ নারী ক্রিকেট দল গঠিত হয়েছে। সম্প্রতি গঠিত এ নারী ক্রিকেট দলে চট্টগ্রামের রাউজানের মেয়ে ওমানের ব্রিটিশ স্কুলের হেড গার্ল সৈয়দা হেয়ামকে অধিনায়ক করে ১১ সদস্যের ওমানে প্রথম এই নারী ক্রিকেট দলটি গঠন করা হয়।

সৈয়দা হেয়াম চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম কদলপুর গ্রামের সৈয়দ মতিউল্লাহ মিয়াজীর বাড়ীর ওমান প্রবাসী ব্যবসায়ী চট্টগ্রাম সমিতি ওমানের সহসভাপতি এস এম জসিম উদ্দিন ও শামীমা আকতার দম্পতির বড় মেয়ে।

উল্লেখ্য, সৈয়দা হেয়াম ওমানের বৃটিশ স্কুলের হ্যাড গার্ল ও স্কুল লিডার এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে এ লেভেল পরীক্ষায় টপ রেজাল্ট নিয়ে সম্প্রতি ওমান ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় শতভাগ সফলতার সাক্ষর রেখে ভর্তি হয়েছেন। ওমানের শিক্ষার্থী এ বাঙ্গালী মেয়েটি ভবিষ্যতে মানবিক চিকিৎক হওয়ার স্বপ্ন দেখেন।

গঠিত বাংলাদেশ ক্রিকেট ক্লাব নারী দল

সম্প্রতি ওমান ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত ইনডোর ব্যাস নারী ক্রিকেট টুর্নামেন্টে সৈয়দা হেয়ামের নেতৃত্বে অংশগ্রহণ করেছে। গঠিত এ নারী দলে অন্যান্যদের মধ্যে জায়গা পেয়েছেন, মিম, ফাইজা, সিম, দোয়া, মানসা, ইসতেসাম, রাইনা, জাইমা, ওয়াফা ও সোহানা।

ওমান ক্রিকেট ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশী তরুণীরা ভারত ও নিউজিল্যান্ডের নারীদের বিরুদ্ধে তাঁদের ক্রিকেট প্রতিভা দেখানোর চেষ্টা করে।

বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সি,আই,পি এবং আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুর রহমান সি,আই,পি, জানান, বাংলাদেশের মেয়েরা সেদিনের ম্যাচে অল্প সময়ের প্রস্তুতিতে তাঁদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছিল। নারী দলকে অভিনন্দন জানিয়ে তাঁরা জানান, আশা করছি ভবিষ্যতে এ দল আরো ভালো খেলে ওমানের মাটিতে দেশের সম্মান বৃদ্ধি করবে।

টূর্নামেন্ট চলাকালে উপস্থিত ছিলেন, নারী দলের কোচ মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফাহাদ, টিম ম্যানেজার কাজী মুহাম্মদ রাশেদ, চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি এস, এম জসিম উদ্দীন, মোহাম্মদ মোরশেদুল আলম, যুগ্ম সাধারণ-সম্পাদক পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু সি,আই,পি, চট্টগ্রাম সমিতি ওমানের কাযর্নিবাহী সদস্যসহ কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান।

সৈয়দা হেয়ামের বাবা এস এম জসিম উদ্দিন একজন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক। দীর্ঘ তিন দশক ধরে তিনি ওমানে স্বপরিবারে বসবাস করে আসছেন। বাংলাদেশের অথনৈতিক উন্নয়ন ভাবনা মাথায় নিয়ে প্রায় অধর্শত বাংলাদেশীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তিনি। উন্নত সমাজ বিনির্মানে বিশ্বাসী এ মানুষ দেশে ও বিদেশে মানবতার সেবায় নিরব ভাবে কাজ করে যাচ্ছেন।

সৈয়দা হেয়ামের সমৃদ্ধি ও মানবিক চিকিৎক হয়ে যেন মানুষের সেবা করতে পারে সেজন্য তার বাবা-মা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়